হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা বলেছেন, ‘ধর্মের কথায় কাজ না হলে ‘‘মাদক বিক্রেতার বাড়ি’’ লেখা সংবলিত সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হবে। এখন আপনাদের সুযোগ দেওয়া হয়েছে। ভালো পথে ফিরে আসেন।’’’
আজ বৃহস্পতিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা–বাগানে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদক কারবারীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
তিনি বলেন, মাদক যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। মাদক কারবারীরা সংখ্যায় কম, কিন্তু এদের কারণে সমাজের বিশাল ক্ষতি হচ্ছে।
মোছা. জিলুফা আরও বলেন, ‘কারা মাদক কারবার করেন, আমাদের কাছে তথ্য আছে। এসব ছেড়ে ভালো কাজ করেন। আমরা আপনাদের সাহায্য করব। এখন সবাইকে বুঝিয়ে যাচ্ছি।’
মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক ইমদাদুল বারী খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, মাধবপুর থানার ওসি মো. রাকিবুল ইসলাম খান, হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে চাপে ফেলতে বাড়িতে বাড়িতে দুই ধরনের সাইনবোর্ড টানিয়ে দিয়েছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ছড়িয়ে পড়ার পর বিজিবির এমন কর্মকাণ্ড সমালোচনার সৃষ্টি করেছিল। অনেকে আবার একে মানবাধিকার লঙ্ঘন হিসেবেও দেখছেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা বলেছেন, ‘ধর্মের কথায় কাজ না হলে ‘‘মাদক বিক্রেতার বাড়ি’’ লেখা সংবলিত সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হবে। এখন আপনাদের সুযোগ দেওয়া হয়েছে। ভালো পথে ফিরে আসেন।’’’
আজ বৃহস্পতিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা–বাগানে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদক কারবারীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
তিনি বলেন, মাদক যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। মাদক কারবারীরা সংখ্যায় কম, কিন্তু এদের কারণে সমাজের বিশাল ক্ষতি হচ্ছে।
মোছা. জিলুফা আরও বলেন, ‘কারা মাদক কারবার করেন, আমাদের কাছে তথ্য আছে। এসব ছেড়ে ভালো কাজ করেন। আমরা আপনাদের সাহায্য করব। এখন সবাইকে বুঝিয়ে যাচ্ছি।’
মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক ইমদাদুল বারী খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, মাধবপুর থানার ওসি মো. রাকিবুল ইসলাম খান, হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে চাপে ফেলতে বাড়িতে বাড়িতে দুই ধরনের সাইনবোর্ড টানিয়ে দিয়েছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ছড়িয়ে পড়ার পর বিজিবির এমন কর্মকাণ্ড সমালোচনার সৃষ্টি করেছিল। অনেকে আবার একে মানবাধিকার লঙ্ঘন হিসেবেও দেখছেন।
একসময় রাজশাহী নগরে পানি সরবরাহের জন্য প্রতিটি পাম্পে একাধিক অপারেটর থাকতে হতো। প্রযুক্তির কল্যাণে এখন পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) কেন্দ্রীয় কার্যালয় থেকেই এই পাম্প নিয়ন্ত্রণ করা হয়। তারপরও পাম্পগুলোয় দুই থেকে তিনজন করে পাম্প অপারেটর রাখা হয়েছে।
২ ঘণ্টা আগেসিলেটের কানাইঘাটের দরিদ্র পরিবারের সন্তান মো. জাহাঙ্গীর আলম। ২০০৯ সালে যোগ দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (ইউএফপিএ) পদে। এরপর ‘জাল-জালিয়াতি, বদলি, নিয়োগ-বাণিজ্যসহ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে’ ১৭ বছরে তৃতীয় শ্রেণির এই কর্মচারী বাড়ি-গাড়িসহ নামে-বেনামে অঢেল সম্পত্তির মালিক হন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে নারীদের স্বাভাবিক সন্তান প্রসবের প্রবণতা বেড়েছে। গত বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে সিজারিয়ান সেকশন (‘সিজার’ বলে পরিচিত) অস্ত্রোপচারের চেয়ে স্বাভাবিক প্রসব ১ হাজার ৫৫২টি বেশি হয়েছে।
৩ ঘণ্টা আগেপ্রতিবছরের মতো এবারও পবিত্র রমজানের শুরু থেকে দেশের বৃহত্তম ইফতার মাহফিল চলছে সাতক্ষীরার কালীগঞ্জের নলতা আহ্ছানিয়া মিশনে। প্রায় ৮ হাজার মানুষের ইফতার মাহফিল যেন মিলনমেলায় পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগে