Ajker Patrika

করোনায় প্রাণ গেল শিক্ষকের 

প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) 
করোনায় প্রাণ গেল শিক্ষকের 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (অব.) সিনিয়র শিক্ষক মো. জবরু মিয়া তালুকদার (৫৮) করোনা ভাইরাসে আক্রান্তে হয়ে মারা গেছেন। রোববার দুপুরে সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার।

পারিবারিক সূত্রে জানা যায়, জবরু মিয়া বেশ কয়দিন যাবৎ জ্বর-সর্দি ও কাশিতে ভুগছিলেন। শুক্রবার নমুনা পরীক্ষায় তাঁর পজিটিভ আসে। শনিবার তাঁর অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করেন। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের হিলালপুর গ্রামের মৃত মারফত উল্লা তালুকদারের ছেলে। 

শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জামাল উদ্দিন বলেন, জবরু মিয়া কেবল শিক্ষকই ছিলেন না, একজন নীতিবান মানুষ ছিলেন। ছাত্রবান্ধব শিক্ষক। সাধারণ জীবনাচরণে তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার ছিল। আমরা তাঁর এবং পরিবারের জন্য দোয়া করি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত