সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারের অপসারণ দাবিতে আলটিমেটাম

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৯: ৪৯
Thumbnail image

সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মনোজিত মজুমদার ও হোস্টেল সুপার ডা. শান্তনু দাসকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ ও অপসারণের দাবি তুলেছেন কলেজের শিক্ষার্থীরা। 

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর থেকেই কলেজের সব প্রকার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে অধ্যক্ষের অনভিজ্ঞতা, অদক্ষতা, দায়িত্বহীনতা ও সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা বারবার পরিলক্ষিত হয়েছে।

তাঁরা বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ শুরু থেকেই সমর্থন জানিয়েছি এবং এতে অংশগ্রহণ অব্যাহত রেখেছি; কিন্তু মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ও হোস্টেল সুপার শুরু থেকেই তাঁদের ফ্যাসিবাদী রাজনৈতিক মতাদর্শের জন্য আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগ করতে বাধ্য করেছেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এমনকি কলেজের অভ্যন্তরীণ বিভিন্ন রাজনৈতিক অপকর্মে লিপ্ত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ৯ দফা দাবি জানানো হলেও তাঁরা সেটি অগ্রাহ্য করেন। 

‘তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই ফ্যাসিবাদী রাজনৈতিক মতাদর্শী অধ্যক্ষ অধ্যাপক ডা. মনোজিত মজুমদারের স্বেচ্ছায় পদত্যাগ ও ডা. শান্তনু দাসকে অত্র মেডিকেল কলেজ থেকে অপসারণের দাবি করছি। অন্যথায় কলেজ এবং সব ধরনের অফিস কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’ 

নাম প্রকাশ না করার শর্তে এক মেডিকেল শিক্ষার্থী বলেন, ‘আমরা প্রথম থেকেই অধক্ষ্যের অবেলার স্বীকার। তিনি মাত্র দুই দিন কলেজে আসতেন আর লিয়াজোঁ মেনটেইন করতে সরকার দলের মন্ত্রীর সঙ্গে। তিনি আমাদের ওয়ার্ডের ক্লাস ঠিকমতোও করার সুযোগ দেননি। আমি বর্তমানে তৃতীয় বর্ষের ছাত্র। কিন্তু ওয়ার্ডে যে ধরনের ক্লাস করার কথা, আমরা সেটি করতে পারি নাই। একই সঙ্গে বর্তমান অধ্যক্ষ মনোজিত মজুমদার বিভিন্ন খাতের টাকা আত্মসাৎ করেছেন।’ 

তিনি আরও বলেন, ‘একটি কৌশল তিনি সব সময় অবলম্বন করতেন; বরাদ্দ ১ লাখ টাকা হলে তিনি অর্ধেকের ওপর টাকা রেখে বাকিগুলো সরকারি কোষাগারের আবার ফেরত দিয়ে দিতেন। একই সঙ্গে তিনি প্রশাসনিক কাজে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আমরা হোস্টেলে তেমন কোনো সুবিধা পাচ্ছি না। একটি বাতি নষ্ট হলেও সেটা আমাদের নিজেদের কিনে আনতে হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যৌন সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি: আজিজুল হক কলেজের শিক্ষক নেতাকে বদলি

সাইফ আলী খানের পরিবারের ১৫ হাজার কোটি রুপির সম্পত্তি যাচ্ছে ভারত সরকারের নিয়ন্ত্রণে

সিএসইতে লেনদেনের সময় পরিবর্তন, শেয়ারবাজারে কারসাজির আশঙ্কা

ওবায়দুর হত্যা: গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানকে বিশেষ অতিথি করে অনুষ্ঠানে আমন্ত্রণপত্র

বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত