Ajker Patrika

সুরমা সেতুতে টিকটক ভিডিও ধারণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ মে ২০২২, ১১: ১৬
সুরমা সেতুতে টিকটক ভিডিও ধারণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ 

ছাতকে সুরমা নদীর ওপর নবনির্মিত সেতুতে টিকটক ভিডিও ধারণ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার বাঁশখালা ও নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের দুই কিশোরের মধ্যে মোবাইলে টিকটক ভিডিও ধারণ ও ছবি তোলা নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির এ ঘটনা ঘটে। 

জানা গেছে, দুই কিশোরের মধ্যে কথা-কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে জড়িয়ে পড়ে আশপাশের লোকজনও। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় উপস্থিত দর্শনার্থী নারী-পুরুষ ও শিশুদের ছোটাছুটি করতে দেখা গেছে। পরে খবর পেয়ে ছাতক থানারর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামাতে চেষ্টা করে। একপর্যায়ে তারা টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে সংঘর্ষ থামাতে সক্ষম হয়। 

এ ঘটনায় গুরুতর আহত সায়মন (১৩), তাহসিন (১৬), তানজিদসহ (১৪) কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত হুশিয়ার আলী (৪০), আবু তালেব (১৫), দেলোয়ার হোসেন (৩৬), রাব্বানী মিয়াসহ (১৮) অন্যরা দোয়ারাবাজার ও ছাতক উপজেলা হাসপাতালে এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, ছাতকের সুরমা নদীর ওপর নবনির্মিত সেতুতে ইতিমধ্যে স্থানীয়রা ঘুরতে নিয়মিত আসেন। ঈদ উপলক্ষে ভিড় আরও বেড়েছে। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনসহ দূর-দূরান্ত থেকে আগতদের ভিড়ে সেতুটি এখন অঘোষিত পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে। এরই মধ্যে সেতুতে উদ্বেগজনক হারে বেড়ছে বখাটেদের আনাগোনা। নাচ, গান, নৃত্য, টিকটক চলছে সেতুতে নিত্যদিন। প্রতিদিনই অভিযোগ উঠছে টিকটকসহ বিভিন্ন নাম নিয়ে গড়ে ওঠা কিশোর গ্যাংয়ের সদস্যরা সেতুতে আগত দর্শকদের বিভিন্নভাবে হয়রানি করছে। টিকটকারদের উৎপাতে অতিষ্ঠ সেতুতে আগত দর্শনার্থী পুরুষ-নারীরা। শিশুরাও এখানে নিরাপদ নয়। 

এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত