Ajker Patrika

চলে গেলেন ‘গরিবের ডাক্তার’

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৫: ০৫
চলে গেলেন ‘গরিবের ডাক্তার’

চিকিৎসা ফি হিসেবে কেউ ২০ টাকা, কেউ ৫০ টাকা, কেউবা ১০০ টাকা দিতেন। কারও কাছে টাকা না থাকলে আবার বিনা মূল্যেই রোগী দেখতেন। সঙ্গে সাধ্যমতো ওষুধও দিতেন ‘গরিবের ডাক্তার’ খ্যাত মৌলভীবাজারের সত্য রঞ্জন দাস। আজ রোববার ভোর ৫টার দিকে না ফেরার দেশে চলে গেলেন এই মানবিক চিকিৎসক।

পরিবার সূত্রে জানা গেছে, সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন সত্য রঞ্জন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

শহরের সেন্ট্রাল রোডে ছিল তাঁর চেম্বার। জেলা শহরের সৈয়ারপুর এলাকার বাসিন্দা তিনি। তাঁর সদর দরজা সব সময় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ছিল। ছিলেন সব শ্রেণি-পেশার মানুষের ভরসার জায়গা। প্রবীণ এই চিকিৎসকের মৃত্যুতে শহরজুড়ে নেমেছে শোকের ছায়া।

ডাক্তার সত্য রঞ্জন দাসের কাছ থেকে চিকিৎসা নেওয়া বেশ কয়েকজন জানান, সত্যবাবু চিকিৎসা দিতেন উদারভাবে। চিকিৎসা শেষে কখনো টাকা চাননি। যার যা খুশি দিয়ে গেছেন।

সত্য রঞ্জন দাসের শেষকৃত্য অনুষ্ঠান আজ দুপুর ১২টায় জেলা শহরের সৈয়ারপুর পৌর শ্মশানঘাটে অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত