সরকারের ‘ফেভার’ নয়, আইনি লড়াই করেই ফিরবেন তারেক রহমান: এম এ মালেক

নিজস্ব প্রতিবেদক, সিলেট
Thumbnail image

তারেক রহমানকে এ যুগের কার্ল মার্ক্স আখ্যা দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দলটির যুক্তরাজ্য সভাপতি এম এ মালেক। তিনি বলেন, ‘তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কোনো ‘ফেভার’ চান না। আইনি লড়াই করবেন। আইনি লড়াই করে অচিরেই দেশে ফিরে আসবেন।’

দীর্ঘ ১৯ বছর পর গত রোববার দেশে ফিরেছেন এম এ মালেক। আজ বৃহস্পতিবার নিজের জন্মস্থান সিলেটে আসেন তিনি। দুপুরে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় কর্মীদের দেওয়া সংবর্ধনা শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

দেশে আইনের শাসন থাকলে তিনি ন্যায় বিচার পাবেন বলে উল্লেখ করে এম এ মালেক বলেন, ‘তারেক রহমান ড. ইউনূসের পাশে থেকে সময় দিতে চান। ইউনূসের প্রতি বিএনপি আস্থাশীল। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করবেন বলেও মনে করে বিএনপি।’

তিনি আরও বলেন, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ১৪ বিলিয়ন ইউএস ডলার পাচার করেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। জয়ের বিচার ও অর্থ ফেরত আনতে হবে।

দুপুরে ঢাকা থেকে আকাশ পথে সিলেটে এসে পৌঁছান এম এ মালিক। এ সময় ফুলেল শুভেচ্ছায় তাঁকে বরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান মিজান জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

ভাতা নয়, সঞ্চয়পত্র কিনে দিচ্ছে সরকার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত