সিলেট প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জে শিক্ষার্থীদের নামে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেনের কাছে ৫০০০ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। গতকাল সোমবার এ টাকা দাবি করা হয় বলে জানান ভুক্তভোগী। তবে অভিযুক্ত ব্যক্তি অভিযাগ অস্বীকার করেছেন।
জানা যায়, সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল হক উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেনের মোবাইল ফোনে কল দেন। ওই সময় তিনি তাঁকে বলেন, বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা বিভিন্ন সরকারি অফিসে গিয়ে দুর্নীতির বিষয় খতিয়ে দেখছে এবং নিয়মিত অভিযান চালাচ্ছেন।
তাঁরা আপনার অফিসেও আসবে। এখন তাঁদের কিছু টাকা দিয়ে দিলে তাঁরা আর আপনাকে ডিস্টার্ব করবে না। তখন তাঁর কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে হোয়াটসঅ্যাপে বিকাশ নম্বর দেন আব্দুল হক।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘না ভাই এ ধরনের কিছু নয়। আমি তো কাউকে ফোন দিছি না। আমি কখনো এ রকমভাবে কাউকে ফোন দেই না। আর আমার এ রকম কোনো রেকর্ডও নাই।’
বৈষম্যবিরোধী আন্দোলন কোম্পানীগঞ্জের অন্যতম সমন্বয়ক খালেকুজ্জামান বলেন, ‘আমাদের নাম ভাঙিয়ে অনেকে বিভিন্ন ফায়দা লুটতে চাইতেছে। আমি এটা আধা ঘণ্টা আগে জেনেছি। আমরা এ ব্যাপারে ইউএনওর সঙ্গে কথা বলব। আমরা দেশের স্বার্থে কাজ করছি। আমাদের কেউই এ রকম ঘৃণ্য কাজের সঙ্গে জড়িত না। কেউ এ রকম কিছু দাবি করলে জানানোর অনুরোধ রইল।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদা সুলতানা বলেন, ‘আমার একজন অফিসার ফোনে জানিয়েছেন, ওনার কাছে একটা কল এসেছিল। কে বা কারা কল দিয়েছে, সেটা আমি জানি না। উনাকে নাকি কল দিয়ে স্থানীয় কেউ পরিচয় দিয়েছে যে, ছাত্রদের পক্ষ থেকে উনি কথা বলছেন। এটা তো অথেনটিক কিছু না। একটা মানুষ ফোন করে বললেই তো হয় না।’
তিনি আরও বলেন, ‘আসলেই কি তিনি ছাত্রদের পক্ষ থেকে কথা বলছেন, নাকি মাঝখান থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন। আমার মনে হয় না আমাদের কোম্পানীগঞ্জের ছাত্ররা এ রকম।
আমি উনাকে বলেছি, ছাত্ররা আমার কাছে বিভিন্ন সময় এসেছে। তাদের উদ্যোগগুলো মহৎ। তারা ভালো কাজ করছে। ধরে নিচ্ছি ওই ব্যক্তি যেটা ফোন দিয়ে দাবি করছেন সেটা ভুয়া। ছাত্রদের সঙ্গে তার সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। যদি আর এ রকম কেউ করে থাকে, তাহলে আমরা ব্যবস্থা নেব।’
সিলেটের কোম্পানীগঞ্জে শিক্ষার্থীদের নামে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেনের কাছে ৫০০০ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। গতকাল সোমবার এ টাকা দাবি করা হয় বলে জানান ভুক্তভোগী। তবে অভিযুক্ত ব্যক্তি অভিযাগ অস্বীকার করেছেন।
জানা যায়, সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল হক উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেনের মোবাইল ফোনে কল দেন। ওই সময় তিনি তাঁকে বলেন, বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা বিভিন্ন সরকারি অফিসে গিয়ে দুর্নীতির বিষয় খতিয়ে দেখছে এবং নিয়মিত অভিযান চালাচ্ছেন।
তাঁরা আপনার অফিসেও আসবে। এখন তাঁদের কিছু টাকা দিয়ে দিলে তাঁরা আর আপনাকে ডিস্টার্ব করবে না। তখন তাঁর কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে হোয়াটসঅ্যাপে বিকাশ নম্বর দেন আব্দুল হক।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘না ভাই এ ধরনের কিছু নয়। আমি তো কাউকে ফোন দিছি না। আমি কখনো এ রকমভাবে কাউকে ফোন দেই না। আর আমার এ রকম কোনো রেকর্ডও নাই।’
বৈষম্যবিরোধী আন্দোলন কোম্পানীগঞ্জের অন্যতম সমন্বয়ক খালেকুজ্জামান বলেন, ‘আমাদের নাম ভাঙিয়ে অনেকে বিভিন্ন ফায়দা লুটতে চাইতেছে। আমি এটা আধা ঘণ্টা আগে জেনেছি। আমরা এ ব্যাপারে ইউএনওর সঙ্গে কথা বলব। আমরা দেশের স্বার্থে কাজ করছি। আমাদের কেউই এ রকম ঘৃণ্য কাজের সঙ্গে জড়িত না। কেউ এ রকম কিছু দাবি করলে জানানোর অনুরোধ রইল।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদা সুলতানা বলেন, ‘আমার একজন অফিসার ফোনে জানিয়েছেন, ওনার কাছে একটা কল এসেছিল। কে বা কারা কল দিয়েছে, সেটা আমি জানি না। উনাকে নাকি কল দিয়ে স্থানীয় কেউ পরিচয় দিয়েছে যে, ছাত্রদের পক্ষ থেকে উনি কথা বলছেন। এটা তো অথেনটিক কিছু না। একটা মানুষ ফোন করে বললেই তো হয় না।’
তিনি আরও বলেন, ‘আসলেই কি তিনি ছাত্রদের পক্ষ থেকে কথা বলছেন, নাকি মাঝখান থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন। আমার মনে হয় না আমাদের কোম্পানীগঞ্জের ছাত্ররা এ রকম।
আমি উনাকে বলেছি, ছাত্ররা আমার কাছে বিভিন্ন সময় এসেছে। তাদের উদ্যোগগুলো মহৎ। তারা ভালো কাজ করছে। ধরে নিচ্ছি ওই ব্যক্তি যেটা ফোন দিয়ে দাবি করছেন সেটা ভুয়া। ছাত্রদের সঙ্গে তার সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। যদি আর এ রকম কেউ করে থাকে, তাহলে আমরা ব্যবস্থা নেব।’
ঢাকার তুলনামূলকভাবে নতুন পরিকল্পিত আবাসিক এলাকা আফতাবনগরে প্রতিনিয়ত চলছে নতুন ভবনের নির্মাণকাজ। অবকাঠামো নির্মাণ আবাসিক প্রকল্পের অনিবার্য অংশ হলেও সতর্কতার অভাবে বিষয়টি এলাকার বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগেবাবা কাঠমিস্ত্রি। এখন বার্ধক্যের কারণে নিয়মিত রোজগার করতে পারেন না। সংসারের অভাব ঘোচাতে মা অন্যের বাড়িতে কাজ করেন। এমন পরিবারের সন্তান মাজেদুল ইসলাম মিজু এ বছর সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে আর্থিক সংকটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নেওয়া।
১ ঘণ্টা আগেটগবগে যুবক রাকিব মহাজন। দালালদের খপ্পরে পড়ে ২০ বছর বয়সে বাড়ি থেকে বের হন ইউরোপের দেশ ইতালি যাবেন বলে। এ জন্য দালালকে দিতে হয়েছে ২৭ লাখ টাকা। কিন্তু তিন বছরেও পৌঁছাতে পারেননি ইতালি। লিবিয়ায় নিয়ে জিম্মি করা হয় তাঁকে।
২ ঘণ্টা আগে‘বিএসএফকে সাইজ করার জন্য আমিই অ্যানাফ’—এমন কথা বলেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এ সময় সাধারণ মানুষকে নো ম্যানস ল্যান্ড এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে