Ajker Patrika

ছাতকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ছাতকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর স্কুলছাত্রী ফাহিমা বেগমের (৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গ্রাম সংলগ্ন বোকা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। ফাহিমা বেগম উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর গ্রামের ছাদিকুল ইসলামের কন্যা ও চরচৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে পরিবারের লোকজনদের না জানিয়ে গ্রাম সংলগ্ন বোকা নদীতে গোসল করতে যায় ফাহিমা। গোসল করার একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে যায় সে। এদিকে ফাহিমাকে বাড়িতে না দেখে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। দিনভর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও ফাহিমার কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন। আজ মঙ্গলবার দুপুরে বোকা নদীতে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন তার পরিবার ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত এ ব্যাপারে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানা-পুলিশকে অবগত করে ফাহিমার মরদেহ দাফন করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত