বাকিতে সিগারেট না পেয়ে দোকানিকে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৪, ১৫: ৫৪
আপডেট : ২১ জুন ২০২৪, ১৬: ৫৯

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাকিতে সিগারেট না দেওয়ায় এক মুদিদোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

নিহত এমরান মিয়া (২৯) উপজেলার তাহিরপুর-বাদাঘাট সড়কের হুসনার ঘাট এলাকার সাজিদ মিয়ার ছেলে। 

আটক যুবকের নাম লিটন মিয়া। তিনি একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। ঘটনার পর লিটন মিয়া পালিয়ে যেতে চেষ্টা করছিলেন। পরে পাতারগাঁও বাজার থেকে পুলিশ তাঁকে আটক করে। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, তাহিরপুর-বাদাঘাট সড়কের হুসনার ঘাট এলাকায় বসতঘর লাগোয়া একটি মুদিরদোকান আছে এমরান মিয়ার। ঘটনার দিন সকাল ৭টার দিকে তাঁর দোকানে সিগারেট নিতে আসেন প্রতিবেশী লিটন মিয়া। লিটন এমরান মিয়ার কাছে বাকিতে সিগারেট চান। কিন্তু এমরান তা দিতে অস্বীকৃতি জানান। এমরানের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে লিটন তাঁর বসতঘর থেকে ধারালো দা ও ছুরি নিয়ে এসে এমরানের মাথায় ও বুকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। একপর্যায়ে স্থানীয়রা এমরানকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। 

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত