সিলেট প্রতিনিধি
দেশত্যাগের সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগের দুই নেতা আটক হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিলকে বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় আটক করা হয়। তাঁরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সৌদি আরবের জেদ্দায় যাচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ২৩৫) সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল অ্যাডভোকেট সৈয়দ শামীম ও আবদুর রহমান জামিলের। তাঁরা ওসমানী বিমানবন্দরে পৌঁছেও যান। কিন্তু ইমিগ্রেশনের সময় তাঁদের আটকে দেওয়া হয়। বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। তাঁদের রেখে বিমানের ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর থেকে ৭টা ৩২ মিনিটে জেদ্দার উদ্দেশে রওনা হয়।
অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম বলেন, তাঁদের আটক করে কোতোয়ালি থানায় আনা হয়েছে। তাঁরা সেখানে আছেন এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
দেশত্যাগের সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগের দুই নেতা আটক হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিলকে বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় আটক করা হয়। তাঁরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সৌদি আরবের জেদ্দায় যাচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ২৩৫) সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল অ্যাডভোকেট সৈয়দ শামীম ও আবদুর রহমান জামিলের। তাঁরা ওসমানী বিমানবন্দরে পৌঁছেও যান। কিন্তু ইমিগ্রেশনের সময় তাঁদের আটকে দেওয়া হয়। বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। তাঁদের রেখে বিমানের ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর থেকে ৭টা ৩২ মিনিটে জেদ্দার উদ্দেশে রওনা হয়।
অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম বলেন, তাঁদের আটক করে কোতোয়ালি থানায় আনা হয়েছে। তাঁরা সেখানে আছেন এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
৭ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১৬ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
৩৬ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগে