Ajker Patrika

বিশ্বনাথ আওয়ামী লীগের ৩ নেতা বহিষ্কার, ২ জনকে শোকজ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৫: ৪৮
বিশ্বনাথ আওয়ামী লীগের ৩ নেতা বহিষ্কার, ২ জনকে শোকজ

সিলেটের বিশ্বনাথ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের তিন নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আরও দুজনকে কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে। 

গতকাল রোববার রাতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আগামী ১৭ জুলাই উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে দল মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ গঠনতন্ত্র অমান্য করায় জেলা আওয়ামী লীগের পরামর্শে তিন নেতাকে বহিষ্কার করা হয়। 

এ ছাড়া দল মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রকাশ্যে অন্য প্রার্থীদের পক্ষে সভা-সমাবেশে ভোট চাওয়া এবং প্রচার-প্রচারণায় অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ গঠনতন্ত্র লঙ্ঘন করায় আরও দুই নেতাকে শোকজ করা হয়। 

দল থেকে সাময়িকভাবে বহিষ্কৃত নেতারা হলেন উপজেলার রামপাশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান; স্বতন্ত্র প্রার্থী, উপজেলার রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য ইমাম উদ্দিন; উপজেলার দেওকলস ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল আহমদ মহসিন। 

এদিকে শোকজ করা নেতারা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র অমান্য করায় জেলা আওয়ামী লীগের পরামর্শে তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা দলীয় সভানেত্রীরই নির্দেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত