সিলেটে ছুরিকাঘাতে গৃহবধূ খুন, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২১ জুলাই ২০২৩, ২১: ২৯
Thumbnail image

সিলেট নগরীর শাহপরান এলাকায় ছুরিকাঘাতে শিমলা রানী নাথ (২১) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে শাহপরানের মেজরটিলা নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে নিহত শিমলার স্বামী বিশ্বজিৎ দেবনাথ (২৬) পলাতক রয়েছেন।

নিহত শিমলা নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের নূরপুর এলাকার নৃপেন্দ্র নাথের মেয়ে।

শাহপরান থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা ২টার দিকে শিমলা রানী নাথ ঘরের কাজ করছিলেন। এ সময় স্বামী বিশ্বজিৎ এসে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ শুরু করেন। একপর্যায়ে তর্কাতর্কি শুরু হলে স্ত্রীকে ছুরিকাঘাত করেন বিশ্বজিৎ। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত