রাজনগরে দুটিতে আ.লীগ, চারটিতে বিদ্রোহী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ১৪: ২২
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৭: ৫৬

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ২ টিতে আওয়ামী লীগের প্রার্থী,৪ টিতে বিদ্রোহী প্রার্থী ও ১ টিতে স্বতন্ত্রের ব্যানারে বিএনপির প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। গতকাল রোববার নির্বাচনের পর বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। এ সময় কামারচাক ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চেয়ারম্যান হয়েছেন। 

ঘোষিত ফলাফল অনুযায়ী, উপজেলার ১ নম্বর ফতেপুর ইউপিতে স্বতন্ত্রের ব্যানারে আওয়ামী লীগের বিদ্রোহী নকুল চন্দ্র দাশ মোটরসাইকেল প্রতীকে ৬ হাজার ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রের ব্যানারে বিএনপি সমর্থিত আমির আলী আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৫২ ভোট। 

উত্তরভাগ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী দীগেন্দ্র সরকার চঞ্চল চমশা প্রতীকে ৫ হাজার ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শাহ শাহিদুজ্জান আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৫ ভোট। 

মুন্সিবাজার ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী রাহেল হোসেন মোটরসাইকেল প্রতীকে ৯ হাজার ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ছালেক মিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭৫ ভোট। 

পাঁচগাঁও ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. সিরাজুল ইসলাম নৌকা প্রতীকে ৪ হাজার ২৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সাইদুল ইসলাম বাচ্চু আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৬০ ভোট। 

রাজনগর ইউপিতে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী জুবায়ের আহমদ চৌধুরী ঘোড়া প্রতীকে ৫ হাজার ৪৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম সোহেল নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭৮৩ ভোট। 

টেংরা ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী টিপু খান আনারস প্রতীকে ৬ হাজার ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মোহাম্মদ আকমল হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৮৬ ভোট। 

মনসুরনগর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মিলন বখত্ নৌকা প্রতীকে ৬ হাজার ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সৈয়দ গোলাম কিবরিয়া আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৫২ ভোট। এ ছাড়া উপজেলার ৭ নম্বর কামারচাক ইউপিতে আওয়ামী লীগ মনোনীত আতাউর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

উপজেলার ৭টি ইউপিতে নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৬ জন ও সাধারণ সদস্য পদে ৩১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলার ৮ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৭০১ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৬ হাজার ৯৮৭ ও নারী ভোটার সংখ্যা ৮৪ হাজার ৭১৪ জন।

নির্বাচন সম্পর্কে উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। কোথাও কোনো ধরনের সহিংসতা হয়নি। মানুষজন শান্তিপূর্ণভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত