রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ২ টিতে আওয়ামী লীগের প্রার্থী,৪ টিতে বিদ্রোহী প্রার্থী ও ১ টিতে স্বতন্ত্রের ব্যানারে বিএনপির প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। গতকাল রোববার নির্বাচনের পর বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। এ সময় কামারচাক ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চেয়ারম্যান হয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, উপজেলার ১ নম্বর ফতেপুর ইউপিতে স্বতন্ত্রের ব্যানারে আওয়ামী লীগের বিদ্রোহী নকুল চন্দ্র দাশ মোটরসাইকেল প্রতীকে ৬ হাজার ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রের ব্যানারে বিএনপি সমর্থিত আমির আলী আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৫২ ভোট।
উত্তরভাগ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী দীগেন্দ্র সরকার চঞ্চল চমশা প্রতীকে ৫ হাজার ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শাহ শাহিদুজ্জান আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৫ ভোট।
মুন্সিবাজার ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী রাহেল হোসেন মোটরসাইকেল প্রতীকে ৯ হাজার ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ছালেক মিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭৫ ভোট।
পাঁচগাঁও ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. সিরাজুল ইসলাম নৌকা প্রতীকে ৪ হাজার ২৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সাইদুল ইসলাম বাচ্চু আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৬০ ভোট।
রাজনগর ইউপিতে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী জুবায়ের আহমদ চৌধুরী ঘোড়া প্রতীকে ৫ হাজার ৪৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম সোহেল নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭৮৩ ভোট।
টেংরা ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী টিপু খান আনারস প্রতীকে ৬ হাজার ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মোহাম্মদ আকমল হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৮৬ ভোট।
মনসুরনগর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মিলন বখত্ নৌকা প্রতীকে ৬ হাজার ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সৈয়দ গোলাম কিবরিয়া আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৫২ ভোট। এ ছাড়া উপজেলার ৭ নম্বর কামারচাক ইউপিতে আওয়ামী লীগ মনোনীত আতাউর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলার ৭টি ইউপিতে নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৬ জন ও সাধারণ সদস্য পদে ৩১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলার ৮ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৭০১ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৬ হাজার ৯৮৭ ও নারী ভোটার সংখ্যা ৮৪ হাজার ৭১৪ জন।
নির্বাচন সম্পর্কে উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। কোথাও কোনো ধরনের সহিংসতা হয়নি। মানুষজন শান্তিপূর্ণভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ২ টিতে আওয়ামী লীগের প্রার্থী,৪ টিতে বিদ্রোহী প্রার্থী ও ১ টিতে স্বতন্ত্রের ব্যানারে বিএনপির প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। গতকাল রোববার নির্বাচনের পর বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। এ সময় কামারচাক ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চেয়ারম্যান হয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, উপজেলার ১ নম্বর ফতেপুর ইউপিতে স্বতন্ত্রের ব্যানারে আওয়ামী লীগের বিদ্রোহী নকুল চন্দ্র দাশ মোটরসাইকেল প্রতীকে ৬ হাজার ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রের ব্যানারে বিএনপি সমর্থিত আমির আলী আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৫২ ভোট।
উত্তরভাগ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী দীগেন্দ্র সরকার চঞ্চল চমশা প্রতীকে ৫ হাজার ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শাহ শাহিদুজ্জান আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৫ ভোট।
মুন্সিবাজার ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী রাহেল হোসেন মোটরসাইকেল প্রতীকে ৯ হাজার ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ছালেক মিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭৫ ভোট।
পাঁচগাঁও ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. সিরাজুল ইসলাম নৌকা প্রতীকে ৪ হাজার ২৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সাইদুল ইসলাম বাচ্চু আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৬০ ভোট।
রাজনগর ইউপিতে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী জুবায়ের আহমদ চৌধুরী ঘোড়া প্রতীকে ৫ হাজার ৪৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম সোহেল নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭৮৩ ভোট।
টেংরা ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী টিপু খান আনারস প্রতীকে ৬ হাজার ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মোহাম্মদ আকমল হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৮৬ ভোট।
মনসুরনগর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মিলন বখত্ নৌকা প্রতীকে ৬ হাজার ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সৈয়দ গোলাম কিবরিয়া আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৫২ ভোট। এ ছাড়া উপজেলার ৭ নম্বর কামারচাক ইউপিতে আওয়ামী লীগ মনোনীত আতাউর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলার ৭টি ইউপিতে নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৬ জন ও সাধারণ সদস্য পদে ৩১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলার ৮ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৭০১ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৬ হাজার ৯৮৭ ও নারী ভোটার সংখ্যা ৮৪ হাজার ৭১৪ জন।
নির্বাচন সম্পর্কে উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। কোথাও কোনো ধরনের সহিংসতা হয়নি। মানুষজন শান্তিপূর্ণভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।
টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দ সরকার নামের এক যুবক তাঁর মা-বাবা ও প্রতিবেশীসহ সাতজনকে কুপিয়ে জখম করেছেন। তাঁদের মধ্যে রাজেশ্বরী সরকার মিতু (৩৬) নামের এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক যুবক আনন্দ সরকারকে পুলিশ আটক করেছে।
৪ মিনিট আগেচট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে অতিরিক্ত লবণাক্ততার উপস্থিতি মিলেছে। পবিত্র রমজান মাস হওয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো
৯ মিনিট আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
১২ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
১৬ মিনিট আগে