Ajker Patrika

হবিগঞ্জে ভোটকেন্দ্রে আগুন

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১২: ৪৬
হবিগঞ্জে ভোটকেন্দ্রে আগুন

হবিগঞ্জের চুনারুঘাট ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গতকাল শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আগুনের এই সূত্রপাত হয় বলে জানিয়েছেন চুনারুঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মানিকুজ্জামান।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ স্কুলের ভেতরে আগুনের লেলিহান শিখা দেখতে পান। তাঁরা চুনারুঘাট ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

চুনারুঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মানিকুজ্জামান জানান, তদন্ত সাপেক্ষে আগুনের কারণ সম্পর্কে বলা যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। আগুনে চেয়ার-টেবিলসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) হিল্লুল রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত চলছে। স্কুলের নৈশ প্রহরী জানিয়েছে, সে একটি কক্ষে ঘুমিয়ে ছিল। হঠাৎ আগুন দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

কত টাকা বেতন পান নাসার মহাকাশচারীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত