তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
দেড় মাস অপেক্ষার পরে জার্মান নারীর হারিয়ে যাওয়া প্রিয় পোষা বিড়ালটি কোল খুঁজে পেল। ঢাকা থেকে তাহিরপুর উপজেলা সদরে ছুটে গিয়ে আজ ভোরে বিড়ালটি কোলে তুলে নেন জুলিয়া নামের ওই নারী। দীর্ঘদিন পরে প্রিয় পোষা বিড়ালকে কাছে পেয়ে তিনি খুবই আনন্দিত।
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর ঘুরতে দেড় মাস আগে বাংলাদেশে আসেন জার্মান নারী জুলিয়া। সঙ্গে ছিল তাঁর প্রিয় পোষা বিড়াল লিও। দিনভর হাওরের বিভিন্ন প্রান্ত ঘুরে উপজেলা সদরে ফেরার পথে তাহিরপুর বাজারসংলগ্ন মেশিনবাড়ী ট্রলারঘাট থেকে বিড়ালটি হারিয়ে যায়।
এর পর থেকেই বিড়ালটি খুঁজে যাচ্ছিলেন জুলিয়া। থানায় জানানোর পাশাপাশি এলাকায় মাইকিংও করান। বিড়ালটি যাতে মনিবকে চিনতে পারে, সে জন্য মাইকে ‘লিও’ ও জুলিয়ার কথোপকথনও প্রচার করা হয়েছে। কেউ লিওর সন্ধান দিতে পারলে পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দেন। এমন নানা প্রচেষ্টা চালিয়ে লিওকে খুঁজে পেতে দেড় মাস ধরে তাহিরপুরে অবস্থান করছিলেন ওই নারী। বাংলা বলতে পারায় এখানে থাকতে তাঁর তেমন কোনো সমস্যা হয়নি।
দেড় মাসে বহু চেষ্টা করে লিওর সন্ধান না পেয়ে দেশে ফেরার উদ্দেশ্যে ১৪ নভেম্বর রোববার তাহিরপুর থেকে ঢাকায় চলে আসেন জুলিয়া। এরই মধ্যে খবর পান, সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলা সদরের রায় পড়া গ্রামে বিড়ালটিকে দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন ধরে ফেলে। পরে ঢাকা থেকে ভিডিও কলে জার্মান নারী নিশ্চিত করেন, এটিই তাঁর হারিয়ে যাওয়া পোষা বিড়াল।
এ প্রসঙ্গে স্থানীয় ছাত্রনেতা ধীমান চন্দ্র জানান, বিড়ালটির সন্ধান পেয়ে ধরতে গেলে একাধিক লোককে কামড়ে আহত করেছে। রাতে জার্মান নারীর সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়ার পর আজ মঙ্গলবার ভোরে ঢাকা থেকে তিনি তাহিরপুরে আসেন। পরস্পরকে কাছে পেয়ে বিড়াল ও বিদেশি নারী উভয়েই খুব আনন্দিত ও আপ্লুত।
দেড় মাস অপেক্ষার পরে জার্মান নারীর হারিয়ে যাওয়া প্রিয় পোষা বিড়ালটি কোল খুঁজে পেল। ঢাকা থেকে তাহিরপুর উপজেলা সদরে ছুটে গিয়ে আজ ভোরে বিড়ালটি কোলে তুলে নেন জুলিয়া নামের ওই নারী। দীর্ঘদিন পরে প্রিয় পোষা বিড়ালকে কাছে পেয়ে তিনি খুবই আনন্দিত।
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর ঘুরতে দেড় মাস আগে বাংলাদেশে আসেন জার্মান নারী জুলিয়া। সঙ্গে ছিল তাঁর প্রিয় পোষা বিড়াল লিও। দিনভর হাওরের বিভিন্ন প্রান্ত ঘুরে উপজেলা সদরে ফেরার পথে তাহিরপুর বাজারসংলগ্ন মেশিনবাড়ী ট্রলারঘাট থেকে বিড়ালটি হারিয়ে যায়।
এর পর থেকেই বিড়ালটি খুঁজে যাচ্ছিলেন জুলিয়া। থানায় জানানোর পাশাপাশি এলাকায় মাইকিংও করান। বিড়ালটি যাতে মনিবকে চিনতে পারে, সে জন্য মাইকে ‘লিও’ ও জুলিয়ার কথোপকথনও প্রচার করা হয়েছে। কেউ লিওর সন্ধান দিতে পারলে পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দেন। এমন নানা প্রচেষ্টা চালিয়ে লিওকে খুঁজে পেতে দেড় মাস ধরে তাহিরপুরে অবস্থান করছিলেন ওই নারী। বাংলা বলতে পারায় এখানে থাকতে তাঁর তেমন কোনো সমস্যা হয়নি।
দেড় মাসে বহু চেষ্টা করে লিওর সন্ধান না পেয়ে দেশে ফেরার উদ্দেশ্যে ১৪ নভেম্বর রোববার তাহিরপুর থেকে ঢাকায় চলে আসেন জুলিয়া। এরই মধ্যে খবর পান, সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলা সদরের রায় পড়া গ্রামে বিড়ালটিকে দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন ধরে ফেলে। পরে ঢাকা থেকে ভিডিও কলে জার্মান নারী নিশ্চিত করেন, এটিই তাঁর হারিয়ে যাওয়া পোষা বিড়াল।
এ প্রসঙ্গে স্থানীয় ছাত্রনেতা ধীমান চন্দ্র জানান, বিড়ালটির সন্ধান পেয়ে ধরতে গেলে একাধিক লোককে কামড়ে আহত করেছে। রাতে জার্মান নারীর সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়ার পর আজ মঙ্গলবার ভোরে ঢাকা থেকে তিনি তাহিরপুরে আসেন। পরস্পরকে কাছে পেয়ে বিড়াল ও বিদেশি নারী উভয়েই খুব আনন্দিত ও আপ্লুত।
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
৭ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
৭ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
৭ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
৭ ঘণ্টা আগে