ছাতকে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ১২: ৩২
আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১২: ৪৯

সুনামগঞ্জের ছাতকে বিদ্যুতায়িত হয়ে রহমত আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিলপার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমত আলী ওই গ্রামের মৃত হাসির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রহমত আলী গ্রামের পাশে নতুন একটি দালানঘর নির্মাণ করছিলেন। ওই ঘরে বিদ্যুতের সংযোগ না থাকায় তিনি তার পুরাতন বাড়ি থেকে তার দিয়ে বিদ্যুতের অস্থায়ী সংযোগ এনে ঘরের কাজ করছিলেন। সোমবার বিকেলে নির্মাণকাজ চলাকালে অসাবধানতাবশত বিদ্যুতের তার স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনেরা দ্রুত সিলেট জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ছাতক থানার উপপরিদর্শক (এসআই) শাহিন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত