শাবিপ্রবি প্রতিনিধি
উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। অনশন ভাঙার দীর্ঘ ১৬ দিন পেরিয়ে গেলেও প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত না আসায় ভিসি বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার বিকেলে আন্দোলনের অংশ হিসেবে দেয়ালে রক্তিম ছাপ ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
জানা যায়, গত ১৬ জানুয়ারি (রোববার) আন্দোলনে পুলিশের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেডে গুলিবিদ্ধদের স্মরণে ব্যতিক্রমী এ আন্দোলন করেন শিক্ষার্থীরা। প্রথম যে স্থানে রক্ত ঝরেছিল সেই স্থানটিকে স্মৃতি হিসেবে রাখতে হাতে লাল রং লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে ছাপ লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। আজ বিকেল ৫টার দিকে তাঁরা এই কার্যক্রম চালায়।
রক্তের এ ছাপ মারার কারণ হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন বলেন, ১৬ জানুয়ারি পুলিশের হামলায় শিক্ষার্থীদের রক্ত ঝরার স্মৃতি এবং অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের চিরন্তন লড়াইয়ের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
এর আগে একই দিন বেলা ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে আইআইসিটি ভবনের সামনে এসে শেষ হয়।
এ বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘ফরিদের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘অ্যাকাউন্টগুলো বন্ধ কেন?’ , ‘ফরিদের গদি অস্তাচলে, ফরিদ যাবে রসাতলে’ সহ বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে নানা কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। এমনকি অনশন ভাঙার পরও অহিংস আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসে গান, কবিতা, তথ্যচিত্র প্রদর্শনী, গীতি-আলেখ্য আয়োজন, টং চালুসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তাঁরা।
উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। অনশন ভাঙার দীর্ঘ ১৬ দিন পেরিয়ে গেলেও প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত না আসায় ভিসি বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার বিকেলে আন্দোলনের অংশ হিসেবে দেয়ালে রক্তিম ছাপ ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
জানা যায়, গত ১৬ জানুয়ারি (রোববার) আন্দোলনে পুলিশের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেডে গুলিবিদ্ধদের স্মরণে ব্যতিক্রমী এ আন্দোলন করেন শিক্ষার্থীরা। প্রথম যে স্থানে রক্ত ঝরেছিল সেই স্থানটিকে স্মৃতি হিসেবে রাখতে হাতে লাল রং লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে ছাপ লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। আজ বিকেল ৫টার দিকে তাঁরা এই কার্যক্রম চালায়।
রক্তের এ ছাপ মারার কারণ হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন বলেন, ১৬ জানুয়ারি পুলিশের হামলায় শিক্ষার্থীদের রক্ত ঝরার স্মৃতি এবং অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের চিরন্তন লড়াইয়ের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
এর আগে একই দিন বেলা ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে আইআইসিটি ভবনের সামনে এসে শেষ হয়।
এ বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘ফরিদের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘অ্যাকাউন্টগুলো বন্ধ কেন?’ , ‘ফরিদের গদি অস্তাচলে, ফরিদ যাবে রসাতলে’ সহ বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে নানা কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। এমনকি অনশন ভাঙার পরও অহিংস আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসে গান, কবিতা, তথ্যচিত্র প্রদর্শনী, গীতি-আলেখ্য আয়োজন, টং চালুসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তাঁরা।
বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে রাজধানীর তেজগাঁওয়ে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। আজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে তেজগাঁও রেলওয়ে স্টেশনের আগে তেজগাঁও-ফার্মগেট রেলগেট এলাকায় এই অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির
১ ঘণ্টা আগেসৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেকে দেশেই যাওয়ার ক্ষেত্রে মেনিনজাইটিস টিকা নেওয়া বাধ্যতামূলক। এর জন্য নির্ধারিত রাজধানীর পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালে গিয়ে টিকা না পেয়ে সড়কে বিক্ষোভ করেছেন সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যগামী ব্যক্তিরা। তাদের আন্দোলনের কারণে পান্থপথ এলাকায় যানচলাচল ব্যাহত হচ্ছে
১ ঘণ্টা আগেপটুয়াখালীর কলাপাড়ায় ঘরে ঢুকে শাহনাজ পারভীন লাকি (৫০) নামের এক গৃহবধূকে হত্যা করে ঘর থেকে মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জামান নামের এক বিকাশ ব্যবসায়ীর পৌনে ৩ লাখ টাকা ও রিচার্জের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ছিনিয়ে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১টার দিকে নাসিকের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়ার আমজাদ মার্কেটের পশ্চিমে এই ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে