Ajker Patrika

সম্মেলনের ১০ মাস পর হবিগঞ্জে যুবলীগের কমিটি 

হবিগঞ্জ প্রতিনিধি
সম্মেলনের ১০ মাস পর হবিগঞ্জে যুবলীগের কমিটি 

সম্মেলনের ১০ মাস পর হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন। কমিটি আগামী তিন বছর জেলার সাংগঠনিক দায়িত্ব পালন করবে। এর আগে গত বছরের ১১ অক্টোবর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

কমিটিতে জেলা যুবলীগের সাবেক সদস্য মো. আবুল কাশেম চৌধুরীকে সভাপতি ও সাবেক সমাজ কল্যাণ সম্পাদক একেএম মইন উদ্দিন চৌধুরী সুমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

সহসভাপতি হয়েছেন মোতাহের হোসেন বিজু, বিপ্লব রায় চৌধুরী, সফিকুজ্জামান হিরাজ, হাজী মো. ওয়াহিদুজ্জামান, মো. আব্দুর রউফ মাসুক। যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা ফয়সল, মো. বদরুল আলম। সাংগঠনিক সম্পাদক ডা. মো. ইশতিয়াক রাজ চৌধুরী, মো. মামুন মিয়া, মো. মানিক মিয়া, মহিবুর রহমান মাহী। ত্রাণ বিষয়ক সম্পাদক শাহজাহান মিয়া, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন। সদস্য হিসেবে আছেন আরিফ ফয়সল খান ও আহমেদ ইবনে মুশফিক। 

এই কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত