Ajker Patrika

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী, আদালত অবমাননার অভিযোগে তরুণ গ্রেপ্তার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৪: ১৫
ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী, আদালত অবমাননার অভিযোগে তরুণ গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি এবং হাইকোর্ট নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট করার অভিযোগে লুৎফুর রহমান শাওন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রলীগেের এক নেতার করা মামলায় শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শাওন ছাতক পৌরসভার গণক্ষাই গ্রামের কালা মিয়ার ছেলে। 

জানা যায়, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুব আলম বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর (২০)। মামলায় তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাইকোর্টের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট, 'রাষ্ট্রবিরোধী কয়েকটি ফেসবুকে গ্রুপ এবং পেজ' পরিচালনা করে গুঁজব ছড়ানোর অভিযোগ তোলা হয়। ফেসবুকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আদালতকে জড়িয়ে অশালীন পোস্ট দিয়েছেন বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়। 

এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার এসআই নাজমুল শেখ বলেন, তদন্ত শেষে শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত