অস্ত্রোপচার নার্স দিয়ে, জরিমানা ৫০ হাজার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ১১: ৩৮
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১১: ৪৯

হবিগঞ্জ শহরের পপুলার জেনারেল হাসপাতালে নার্স দিয়ে চলছিল সিজারিয়ান অস্ত্রোপচার। গতকাল বৃহস্পতিবার শহরের পৌর বাস টার্মিনাল এলাকার ওই হাসপাতালে অভিযানকালে বিষয়টি টের পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে ৫০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা সিভিল সার্জনের কার্যালয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে নিয়মিত তদারকের অংশ হিসেবে সিভিল সার্জন মোহাম্মদ নূরুল হকের নেতৃত্বে বেসরকারি হাসপাতালটিতে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, কোনো চিকিৎসক ছাড়াই নার্সের মাধ্যমে এক প্রসূতির সিজারিয়ান অস্ত্রোপচার চলছিল। পরে সদর হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন এনে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

সিভিল সার্জন জানান, নিবন্ধন না থাকা এবং চিকিৎসক ছাড়া অস্ত্রোপচারের দায়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তারেক আজিজ খানকে সাত দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া অভিযানে নিবন্ধন না থাকায় অ্যাপোলো হাসপাতাল নামের শহরের আরেকটি বেসরকারি প্রতিষ্ঠান তালাবদ্ধ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত