Ajker Patrika

সাঁতার শিখতে এসে শাবিপ্রবির পুকুরে কলেজছাত্রের মৃত্যু

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২৪, ১৬: ৪০
সাঁতার শিখতে এসে শাবিপ্রবির পুকুরে কলেজছাত্রের মৃত্যু

সাঁতার শিখতে এসে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পুকুরে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুকুরে এ ঘটনা ঘটে। 

মৃত ওই ছাত্রের নাম অর্ণব তালুকদার। তিনি সিলেট শাহ খুররম ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ১ম বর্ষের শিক্ষার্থী এবং নগরীর মদিনা মার্কেটে মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, অর্ণব পুকুরে নামার পর ডুব দিয়ে অনেকক্ষণ না উঠলে উপস্থিত লোকজন ডাকাডাকি শুরু করে। একপর্যায়ে সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুকুর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সাঁতার শেখার জন্য সে হয়তো এসেছিল। পুলিশ বিষয়টি তদন্ত করছে। পুকুরে গোসল না করার জন্য আমরা আগেই নির্দেশনা দিয়েছিলাম। পাশে নির্দেশনা ফলকও রয়েছে।’  

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘পুকুরটি গভীরতা বেশি থাকায় যে কারও জন্য বিপজ্জনক হতে পারে।’ তাই সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান প্রক্টর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত