Ajker Patrika

কফি খেতে গিয়ে লাশ হলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামীম

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৫: ০৫
কফি খেতে গিয়ে লাশ হলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামীম

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান শামীম (৬২) নিহত হয়েছেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে তিনি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গতকাল রাতে দুর্ঘটনার কিছু সময় আগে নূরুল আলম নামের একজনকে সঙ্গে নিয়ে কাচ্চি ভাই রেস্তোরাঁয় কফি খেতে যান আতাউর রহমান শামীম। বেঁচে যাওয়া নূরুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, সেখানে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে নিচের দিকে কালো ধোঁয়াসহ কয়েকটি আওয়াজ শুনতে পান তাঁরা। প্রথমে তাঁরা নিচে নামার চেষ্টা করলেও কালো ধোঁয়ার কারণে কিছু না দেখায় সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকেন। 

নূরুল আলম বলেন, এ সময় তিনি আতাউর রহমান শামীমকে হারিয়ে ফেলেন। তবে তিনি ফায়ার সার্ভিসের সহায়তায় প্রাণে বেঁচে যান। পরে অ্যাডভোকেট শামীমের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের লোকজন।

এদিকে অগ্নিকাণ্ডে আতাউর রহমান শামীম নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আতাউর রহমান শামীমের স্বজনেরা জানান, আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাজা এবং বাদ মাগরিব ব্রাহ্মণবাজারের শ্রীপুরে পারিবারিক কবরস্থান মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত