Ajker Patrika

বিয়ানীবাজারে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
বিয়ানীবাজারে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

সিলেটের বিয়ানীবাজারে বালুবাহী ট্রাকের চাপায় সূর্য বিশ্বাস (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিয়ানীবাজার-সিলেট সড়কের সদাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশু উপজেলার চারখাই ইউনিয়নের মহনপুর-পল্লী শাসন এলাকার হিরা বিশ্বাসের ছেলে। 

নিহত শিশুর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সূর্য বিশ্বাস তার ঠাকুরমাকে খুঁজতে বের হয়। ওই সময় বিয়ানীবাজার-সিলেট সড়কের সদাখাল এলাকায় রাস্তা পারাপারের সময় বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে মাথায় আঘাত পায় ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মারা যায়। 

এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম. এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, বালুবাহী একটি ট্রাকের চাপায় শিশুটির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন। তাঁকে আটক করার চেষ্টা চলছে। 

ওসি আরও বলেন, ঘাতক ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত