Ajker Patrika

ঘুষ চাওয়ার অভিযোগে কাস্টমস কর্মকর্তাকে পুলিশে সোপর্দ

হবিগঞ্জ প্রতিনিধি
ঘুষ চাওয়ার অভিযোগে এক কাস্টমস কর্মকর্তাকে আটক করা হয়। ছবি: আজকের পত্রিকা
ঘুষ চাওয়ার অভিযোগে এক কাস্টমস কর্মকর্তাকে আটক করা হয়। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারের এসডি প্লাজায় ঢুকে প্রকাশ্যে ঘুষ চাওয়ার অভিযোগে এক কাস্টমস কর্মকর্তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত কর্মকর্তার নাম শামীম আল মামুন। তিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক পদে কর্মরত।

জানা গেছে, ব্যবসায়ী ও স্থানীয় লোকজন ওই কর্মকর্তাকে ঘেরাও করে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে মারধরের চেষ্টা করেন। পরে পুলিশ ও ব্যবসায়ী নেতারা গিয়ে তাঁকে ঘিরে নিরাপত্তা দেন। পুলিশের পিকআপ ভ্যানে তুলে নেওয়ার সময় উত্তেজিত কয়েক ব্যক্তি তাঁকে চড়-থাপ্পড় দেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

স্থানীয় ব্যবসায়ী শুভ দাশ আজকের পত্রিকাকে জানান, এক সপ্তাহ আগে শামীম আল মামুন এসডি প্লাজায় গিয়ে দোকানের কাগজপত্র খতিয়ে দেখেন। এরপর বিভিন্ন ধারায় মামলা দায়েরের হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। সেদিন টাকা না দেওয়ায় সোমবার রাতে তিনি আবার দোকানে গিয়ে ঘুষের টাকার জন্য চাপ দেন। এ সময় দোকানের লোকজন ও কাস্টমস কর্মকর্তার মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে কয়েক শ লোক জড়ো হয়ে তাঁকে ঘেরাও করেন।

এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির আজকের পত্রিকাকে বলেন, তাঁকে জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। আজ (মঙ্গলবার) উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢাকা: প্রতিবাদে সংবাদ সম্মেলনে এনসিপিকে বৈষম্যবিরোধীদের বাধা

নির্বাচনে প্রার্থীর প্রচারে পোস্টার থাকছে না

মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল

শত শত বিদেশি শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হচ্ছে কেন

কুমিল্লাকে ‘প্রস্রাবের স্থান’ বলে মন্তব্য বিএনপি নেতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত