চুরির অপবাদে ২ শিশুকে গাছে বেঁধে নির্যাতন, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ১৮: ২৫

হবিগঞ্জের চুনারুঘাটের গরু চুরির অপবাদে দুই শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ বলছে, গত ৪ মার্চ আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামে নির্যাতনের ঘটনা ঘটে। তবে তাঁরা বিষয়টি জানতেন না। গতকাল বৃহস্পতিবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তখন বিষয়টি নজরে আসে। 

নির্যাতনের ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতেই তাঁদের বিরুদ্ধে নির্যাতিত শিশুদের নানি আনোয়ারা খাতুন বাদী হয়ে ইউপি সদস্য মমিনা খাতুনসহ পাঁচজনের নাম উল্লেখ করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামের মো. মনফর উল্ল্যার স্ত্রী মোছা. মনিনা খাতুন (৩৮)। তিনি আহম্মদাবাদ ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড সদস্য। অপরজন হলেন ইউনিয়নের বনগাঁও গ্রামের আব্দুর রউফ (৩৫)। তাদেরকে আজ শুক্রবার দুপুরের আদালতে সোপর্দ করা হয়েছে। 

নির্যাতনের শিকার শিশুরা হলো মৃত কন্টু মিয়ার ছেলে নুর ইসলাম (১০) ও আব্দুল হাকিমের ছেলে তোফাজ্জল (৮)। তারা সম্পর্কে সৎ ভাই। 

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু নানির বাড়িতে থাকে। তাদের মা জীবিকার তাগিদে দুই সপ্তাহ আগে সৌদি গেছেন। ৪ মার্চ বিকেলে কালিশিরি গ্রামের জোবায়ের নামের এক যুবক মাঠ থেকে শিশু নুরুল ইসলাম ও তোফাজ্জলকে গরু চুরির অভিযোগে ধরে এনে বাড়ির একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। এ সময় ঘনশ্যামপুর গ্রামের সাজল মিয়া, বনগাও গ্রামের আব্দুর রউফ, ইউপি সদস্য মমিনা খাতুনসহ ৭–৮ জন লোক ওই দুই শিশুকে মারধর শুরু করেন। 

মামলার বাদী আনোয়ারা বলেন, ‘চুরির অপবাদ দিয়ে একজন ইউপি সদস্যসহ আমার দুই নাতিকে আটকে রেখে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে। আমি এর বিচার চাই।’ 

এ বিষয়ে সংরক্ষিত আসনের ইউপি সদস্য মমিনা খাতুন মারধরের কথা স্বীকার করে বলেন, ‘আমি মাত্র দুটা বাড়ি দিয়েছি। পরে নির্যাতনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করি।’ 

আব্দুর রউফ জানায়, ‘তারা চুরি করেছে। এ জন্য সবাই মারার সুযোগে আমিও দুইটা বাড়ি দিয়েছি।’ 

স্থানীয় মেম্বার শেখ আ. ছত্তার জানান, শিশুরা অপরাধ করলে শিশু আইন ছিল। কিন্তু শিশুদের চোর আখ্যা দিয়ে বেঁধে রাখা ঠিক হয়নি। 

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘শিশু নির্যাতনের ঘটনা গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে প্রকাশিত হওয়ার পর আমাদের নজরে আসে। আমরা তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে দুজনকে আটক করি। পরে এ ঘটনায় আহত শিশুর নানি বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় এজাহার নামীয় দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত