নৃত্য শেষে মারা গেলেন শিল্পী

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৯: ৪৯
Thumbnail image

মৌলভীবাজারের কমলগঞ্জে রাস উৎসবে দোহার নৃত্য শেষে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শিল্পী অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পূর্ণচন্দ্র সিনহা (৬০)। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মাধবপুর শিববাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত পূর্ণচন্দ্র সিনহা ইসলামপুর ইউনিয়নের কালারাই বিলের বাসিন্দা। 

জানা গেছে, মণিপুরি ললিতকলা একাডেমির রাস উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানোর পর অস্বস্তি লাগে পূর্ণচন্দ্র সিনহার। পরে তিনি শিববাজার জোড়ামণ্ডপের পাশেই বোনের বাড়িতে যান। সেখানে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথেই মারা যান পূর্ণচন্দ্র সিনহা। 

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস উৎসব উপলক্ষে টানা কয়েক দিন ধরে বাদ্যযন্ত্র বাজিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন পূর্ণচন্দ্র সিনহা। টানা বাদ্যযন্ত্র বাজানো এবং বয়স বেশি হওয়ায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত