হবিগঞ্জ প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে পরিচয়। পরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের সুবাদে প্রলোভন দিয়ে ভারতে নিয়ে যাওয়া হয় তরুণীকে। সেখানে তাঁকে দিয়ে করানো হয় দেহব্যবসা। কিছুদিন পর দেশে ফিরে বিয়ে করেন দুজন।
এরপর আবারও ওই তরুণীকে কৌশলে ভারতে পাচার করে দেওয়া হয়। সেখানে শারীরিক নির্যাতনের শিকার হয়ে কিছুদিন পর কৌশলে দেশে পালিয়ে এসে পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণী। মামলা দায়েরের পর পুলিশ লালমনিরহাট থেকে তিনজনকে গ্রেপ্তার করে।
এরপর আজ মঙ্গলবার সকালে মামলার প্রধান আসামি সোহেল মিয়াকে (২৫) মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেন র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সদস্যরা। সোহেল মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের কিবরিয়া মিয়ার ছেলে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. নাহিদ হাসান বলেন, সোহেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে তাঁর সঙ্গে ভুক্তভোগী তরুণীর (২২) পরিচয় হয়। পরিচয়ের সুবাদে তাঁদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। এরপর সোহেল তরুণীর ভালোবাসার দুর্বলতার সুযোগে তাঁকে গত বছরের মার্চে সাতক্ষীরা জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের কলকাতায় নিয়ে যান। এ সময় সেখানে তাঁকে ভারতে আটকে রেখে দেহব্যবসা করতে বাধ্য করেন সোহেল।
নাহিদ হাসান বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে দেশে ফিরে সোহেল ও ওই তরুণী বিয়ে করেন। পরে আবারও তরুণীকে কৌশলে ভারত পাচার করে দেন সোহেল। সেখানে শারীরিক নির্যাতনের শিকার হয়ে ১৫ মে কৌশলে দেশে পালিয়ে আসেন তরুণী।
র্যাব কর্মকর্তা বলেন, ২১ মে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণী। মামলার প্রধান আসামি সোহেলকে মঙ্গলবার গ্রেপ্তার করে র্যাব। এর আগে তিন আসামিকে পাটগ্রাম থানা-পুলিশ গ্রেপ্তার করে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে পরিচয়। পরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের সুবাদে প্রলোভন দিয়ে ভারতে নিয়ে যাওয়া হয় তরুণীকে। সেখানে তাঁকে দিয়ে করানো হয় দেহব্যবসা। কিছুদিন পর দেশে ফিরে বিয়ে করেন দুজন।
এরপর আবারও ওই তরুণীকে কৌশলে ভারতে পাচার করে দেওয়া হয়। সেখানে শারীরিক নির্যাতনের শিকার হয়ে কিছুদিন পর কৌশলে দেশে পালিয়ে এসে পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণী। মামলা দায়েরের পর পুলিশ লালমনিরহাট থেকে তিনজনকে গ্রেপ্তার করে।
এরপর আজ মঙ্গলবার সকালে মামলার প্রধান আসামি সোহেল মিয়াকে (২৫) মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেন র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সদস্যরা। সোহেল মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের কিবরিয়া মিয়ার ছেলে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. নাহিদ হাসান বলেন, সোহেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে তাঁর সঙ্গে ভুক্তভোগী তরুণীর (২২) পরিচয় হয়। পরিচয়ের সুবাদে তাঁদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। এরপর সোহেল তরুণীর ভালোবাসার দুর্বলতার সুযোগে তাঁকে গত বছরের মার্চে সাতক্ষীরা জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের কলকাতায় নিয়ে যান। এ সময় সেখানে তাঁকে ভারতে আটকে রেখে দেহব্যবসা করতে বাধ্য করেন সোহেল।
নাহিদ হাসান বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে দেশে ফিরে সোহেল ও ওই তরুণী বিয়ে করেন। পরে আবারও তরুণীকে কৌশলে ভারত পাচার করে দেন সোহেল। সেখানে শারীরিক নির্যাতনের শিকার হয়ে ১৫ মে কৌশলে দেশে পালিয়ে আসেন তরুণী।
র্যাব কর্মকর্তা বলেন, ২১ মে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণী। মামলার প্রধান আসামি সোহেলকে মঙ্গলবার গ্রেপ্তার করে র্যাব। এর আগে তিন আসামিকে পাটগ্রাম থানা-পুলিশ গ্রেপ্তার করে।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১৮ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
৪১ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে