ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে আলোচিত সুজন হত্যা মামলা সালিসের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউপি-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এ কে এম আনিসুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার, ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রাণ গোপাল চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুমন চন্দ্র বর্মণ ও পার্শ্ববর্তী চামরদানী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম নুরু তাঁদের দাপ্তরিক সিল-স্বাক্ষর ব্যবহার করে হত্যা মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এর প্রমাণ পেয়ে জেলা প্রশাসকের সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের গত ৫ মার্চ ১৯৫ নম্বর প্রজ্ঞাপনে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।
এর সঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ,২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী ওই পদ থেকে তাঁদের কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব ১০ দিনের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে জেলা ও দায়রা জজ আদালত এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদারকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদারসহ তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করার একটি প্রজ্ঞাপন পেয়েছি।’
সুনামগঞ্জের মধ্যনগরে আলোচিত সুজন হত্যা মামলা সালিসের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউপি-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এ কে এম আনিসুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার, ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রাণ গোপাল চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুমন চন্দ্র বর্মণ ও পার্শ্ববর্তী চামরদানী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম নুরু তাঁদের দাপ্তরিক সিল-স্বাক্ষর ব্যবহার করে হত্যা মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এর প্রমাণ পেয়ে জেলা প্রশাসকের সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের গত ৫ মার্চ ১৯৫ নম্বর প্রজ্ঞাপনে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।
এর সঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ,২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী ওই পদ থেকে তাঁদের কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব ১০ দিনের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে জেলা ও দায়রা জজ আদালত এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদারকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদারসহ তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করার একটি প্রজ্ঞাপন পেয়েছি।’
ডিসেম্বরের ২০ তারিখ বিয়ে। অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে ক্লাবও। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটাসহ বিয়ের নানা আয়োজন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ইশরাত জাহান তামান্না (২০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
১১ মিনিট আগেরাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩২ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব এলাকার সাহেলা বেগম নিজের ও তাঁর সন্তানের চিকিৎসার জন্য এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ফেরত যেতে বাধ্য হন তিনি। অন্যদিকে চরমথুরার শ্বাসকষ্টের রোগী আবুল কালাম সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টার সময়ও চিকিৎসক দেখাতে
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া একই কারণে সিটি করপোরেশনের স্থায়ী দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে