Ajker Patrika

সিলেটে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে ধাক্কা মোটরসাইকেলের, নিহত ১ 

সিলেট প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ২২: ১২
সিলেটে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে ধাক্কা মোটরসাইকেলের, নিহত ১ 

সিলেটে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে মোটরসাইকেলের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে নগরের আম্বরখানা-বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও একজন।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. মেহেদি আফনান (৩২)। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা। তবে আহত ব্যক্তির নাম জানা যায়নি।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া। তিনি জানান, ‘আহত ব্যক্তি ও নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

পুলিশ জানায়, আজ বিকেলে মালনীছড়া চা বাগান এলাকায় আম্বরখানা-বিমানবন্দর সড়কে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে মেহেদির মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ঘটনায় আহত হন আরও একজন। খবর পেয়ে পুলিশ আহত যুবককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মোটরসাইকেল ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত