Ajker Patrika

বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক নিহত 

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক নিহত 

হবিগঞ্জের বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক মিনহাজ উদ্দিন কাপ্তান নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৪টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ উদ্দিন কাপ্তান বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের বাঘ মহল্লার মৃত মোবারক আলীর ছেলে। তাঁর এক সন্তান রয়েছে। 

জানা যায়, আড়িয়ামুগুর গ্রামের জলাশয় থেকে প্রতিদিন ভোরে মাছ সংগ্রহ করে মিনহাজ উদ্দিন মাছের আড়তে নিয়ে যেত। ঘটনার দিন ইজিবাইক নিয়ে মাছ সংগ্রহের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে একা রওনা দেন তিনি। উপজেলার জিলুয়া গ্রামের কাছে পৌঁছালে ইজিবাইকটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এ সময় ইজিবাইকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

খবর পেয়ে বানিয়াচং সার্কেল (এসপি) পলাশ রঞ্জন দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনাস্থলটি বানিয়াচং থানা ও আজমিরীগঞ্জ থানার সীমান্তবর্তী হওয়ায় উভয় থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে ইউপি সদস্য উজ্জ্বল মিয়া বলেন, পাঁচ বোনের একমাত্র ছোট ভাই মিনহাজ উদ্দিন। তাঁর বাবার মৃত্যুর পর পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল মিনহাজ উদ্দিন। তাঁর মৃত্যুতে পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে। 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বলেন, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় তাঁদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত