প্রতিনিধি
দক্ষিন সুনামগঞ্জ (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলা চিকারকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা। গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষে নিহত ব্যক্তির নাম আউয়াল খান (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জের চিকারকান্দি গ্রামে দুই দিন আগে চিকারকান্দি ইলেভেন ব্রাদার্স ও চিকারকান্দি বাজার ক্লাবের মধ্যে ফুটবল খেলা হয়। খেলা শেষে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় উভয় পক্ষের ২৫ জন আহত হন। আহতদের মধ্যে আব্দুল আউয়াল খানের অবস্থা গুরুতর ছিল। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬ টায় আব্দুল আউয়াল খানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা যান।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় আব্দুল আউয়াল খান নামের একজন নিহত হয়েছেন। ফের সংঘর্ষের আশঙ্কায় দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসির নেতৃত্বে ওই স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দক্ষিন সুনামগঞ্জ (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলা চিকারকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা। গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষে নিহত ব্যক্তির নাম আউয়াল খান (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জের চিকারকান্দি গ্রামে দুই দিন আগে চিকারকান্দি ইলেভেন ব্রাদার্স ও চিকারকান্দি বাজার ক্লাবের মধ্যে ফুটবল খেলা হয়। খেলা শেষে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় উভয় পক্ষের ২৫ জন আহত হন। আহতদের মধ্যে আব্দুল আউয়াল খানের অবস্থা গুরুতর ছিল। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬ টায় আব্দুল আউয়াল খানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা যান।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় আব্দুল আউয়াল খান নামের একজন নিহত হয়েছেন। ফের সংঘর্ষের আশঙ্কায় দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসির নেতৃত্বে ওই স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মৌলভীবাজারের বড়লেখায় ছেলের কুড়ালের আঘাতে মামুন মিয়া (৬১) নামে একজন প্রাণ হারিয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে এ ঘটনা ঘটে। এরপর নিহতের ছেলে নোমান হোসেন (৩০) পালিয়ে যান। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
২ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত দশটার দিকে টঙ্গীর আউচপাড়ার মোল্লাবাড়ী সড়কের একটি চারতলা বাড়িতে এ ঘটনা ঘটে । এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের বাড়িগুলোর বাসিন্দাদের মধ্যে।
১৯ মিনিট আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় আজ সোমবার আবারও চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। এক মাসের বকেয়া বেতনের দাবিতে ৭ দিন চন্দ্রা -নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর রোববারে বেতন দেওয়া হবে এমন আশ্বাসে শ্রমিকেরা গত বৃহস্পতিবার রাতে অবরোধ তুলে ন
১ ঘণ্টা আগেনোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৪ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড । এ বিষয়ে হাতিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল রোববার রাত ১২টার সময় তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে