হবিগঞ্জ-৪: প্রতিমন্ত্রীর প্রটোকলে প্রচারণা চালানোয় হতাশা ব্যারিস্টার সুমনের

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৭: ১১
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৭: ২৮

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বর্তমান সংসদ সদস্য এবং বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর বিরুদ্ধে মন্ত্রীর প্রটোকল নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোয় হতাশা জানিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আজ সোমবার দুপুরে প্রতীক বরাদ্দ পাওয়ার পর হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এই হতাশার কথা জানান তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, ‘অন্যান্য আসনে কিন্তু একজন প্রার্থী আরেকজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করছেন। কিন্তু আমি এখনো একজন প্রার্থীর বিরুদ্ধে না শুধু, একজন মাননীয় মন্ত্রী যিনি এখনো প্রটোকল নিয়ে আছেন, তাঁর বিরুদ্ধে নির্বাচন করছি। উনি পুলিশের গাড়ি ব্যবহার করছেন। পুলিশ দেখলেই সাধারণ মানুষের ভয়ে থাকে। পুলিশ যেহেতু আছে, কাজ মনে হয় রাতেই হবে। জোরাজুরি হওয়ার সম্ভাবনা আছে মনে করে সাধারণ মানুষের মধ্যে ভীতি কাজ করে। এখনো একজন কর্মকর্তাকে আমি বিষয়টি কনফার্ম করার জন্য জিজ্ঞেস করেছি। আমি একজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করছি, নাকি একজন প্রটোকলওয়ালা মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন করছি?’

এ সময় সুমন সাংবাদিকদের বলেন, ‘হবিগঞ্জ-৪ একটি গুরুত্বপূর্ণ আসন। বর্তমানে এই আসনের এমপি আছেন মাননীয় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী সাহেব। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার এলাকার বিভিন্ন জায়গা চষে বেড়িয়েছি। আমার কাছে মনে হয়েছে যে, ব্যাপক সাড়া আমি পেয়েছি। এটা আমার জন্য আশীর্বাদ।’

সুমন আরও বলেন, ‘আমি বিশ্বাস করি ওপরে আল্লাহ আর নিচে জনগণ আমার শক্তি। এই দুই শক্তি কাজে লাগিয়ে জননেত্রী শেখ হাসিনার যে মিশন, এখানে আমার এমপি হওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মিশন একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া। যাতে ভোটাররা নির্বিঘ্নে এসে ভোট দিতে পারেন। এটার জন্য আমার যা যা করা লাগবে সব করব।’

হবিগঞ্জ-৪ আসনে ইগল প্রতীক পেয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। প্রতীক বরাদ্দ পেয়ে তিনি বলেন, ‘আমি ইগল প্রতীক পেয়েছি। পাখির মধ্যে একমাত্র ইগল ঝড়ের মধ্যে নিচে নামে না। তুফান-ঝড়ে ওপরে উঠে যায়। সে কিন্তু নিচে নেমে আশ্রয় নেয় না।’

ভোটারদের সাড়া প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি যদি ২০% ভালোবাসার মানুষ পেয়ে থাকি, আর বাকি ৫০% পেয়েছি মাননীয় মন্ত্রী ও তাঁর লোকজন দিয়ে বিভিন্নভাবে নির্যাতিত-নিপীড়িত হয়েছেন। এই ৫০ আর আমার ২০ পারসেন্ট মিলে মোটামুটি ৭০% মানুষের ভালোবাসা পাব বলে আমার ধারণা।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত