Ajker Patrika

ক্লিপ ভেঙে ৫ বগি রেখেই ২০০ গজ দূরে গেল ট্রেন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  
পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের পেছনের ক্লিপ ভেঙে পাঁচ বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা
পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের পেছনের ক্লিপ ভেঙে পাঁচ বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের (৭২০) ইঞ্জিনের পেছনের পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। আজ রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়া বগিগুলো রেখে ইঞ্জিন প্রায় ২০০ গজ দূরে চলে যায়। দুর্ঘটনার পরপরই ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ট্রেনের গার্ড ও চালকের তৎপরতায় দ্রুত ক্লিপ পুনঃস্থাপন করে ট্রেনটি স্বাভাবিক গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।

পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের পেছনের ক্লিপ ভেঙে পাঁচ বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা
পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের পেছনের ক্লিপ ভেঙে পাঁচ বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনটি প্রায় ৩০ মিনিট আটকে থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেকে বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার কবির আহমেদ বলেন, পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের পেছনের বগির ক্লিপ ভেঙে যায়। এতে পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে সমস্যাটি সমাধান করে ট্রেনটি পুনরায় চলাচল শুরু করে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত