রাজন চন্দ, তাহিরপুর (সুনামগঞ্জ)
দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইটখ্যাত তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর। সম্প্রতি এই হাওর ভ্রমণে আসেন জার্মান নারী জুলিয়া। সঙ্গে ছিল প্রিয় পোষা বিড়াল লিও। দিনভর হাওরে ঘোরাঘুরি শেষে উপজেলা সদরে ফেরার পথে তাহিরপুর বাজারসংলগ্ন মেশিনবাড়ি ট্রলার ঘাট থেকে বিড়ালটি হারিয়ে যায়। এরপর কেটে গেছে দেড় মাস।
প্রিয় বিড়ালের খোঁজে তাহিরপুরেই অবস্থান করছেন এই বিদেশিনী। তাঁর আশা, লিও ফিরে আসবে। পোষা বিড়ালের প্রতি এমন দরদ দেখে অবাক স্থানীয় মানুষেরা।
স্থানীয়রা জানান, দেড় মাস আগে হাওরে ঘুরতে আসেন জুলিয়া ওয়াসিমান। তিনি বাংলায় কথা বলতে পারেন। বিড়ালটি হারিয়ে যাওয়ার পর আর এলাকা ছাড়েননি। বিড়ালটি ফিরে পাওয়ার আশায় তাহিরপুরেই একজনের বাড়িতে অবস্থান করছেন। বিড়ালের সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করিয়েছেন।
মাইকে লিও ও জুলিয়ার কথোপকথন প্রচার করা হয়েছে, যেন তা শুনে মনিবের কণ্ঠস্বর চিনতে পারে বিড়ালটি। এ ছাড়া কেউ লিওর সন্ধান দিতে পারলে পুরস্কৃত করারও ঘোষণা দেওয়া হয়েছে।
তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন বলেন, ‘পোষা বিড়ালের প্রতি জার্মান নারীর এমন ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আমরাও বিড়ালটি খোঁজার চেষ্টা করছি।’
এ ব্যাপারে জানতে চাইলে তাহিরপুর থানার ওসি আবদুল লতিফ তরফদার বলেন, ‘জার্মান নারীর পোষা প্রাণী হারিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।’
দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইটখ্যাত তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর। সম্প্রতি এই হাওর ভ্রমণে আসেন জার্মান নারী জুলিয়া। সঙ্গে ছিল প্রিয় পোষা বিড়াল লিও। দিনভর হাওরে ঘোরাঘুরি শেষে উপজেলা সদরে ফেরার পথে তাহিরপুর বাজারসংলগ্ন মেশিনবাড়ি ট্রলার ঘাট থেকে বিড়ালটি হারিয়ে যায়। এরপর কেটে গেছে দেড় মাস।
প্রিয় বিড়ালের খোঁজে তাহিরপুরেই অবস্থান করছেন এই বিদেশিনী। তাঁর আশা, লিও ফিরে আসবে। পোষা বিড়ালের প্রতি এমন দরদ দেখে অবাক স্থানীয় মানুষেরা।
স্থানীয়রা জানান, দেড় মাস আগে হাওরে ঘুরতে আসেন জুলিয়া ওয়াসিমান। তিনি বাংলায় কথা বলতে পারেন। বিড়ালটি হারিয়ে যাওয়ার পর আর এলাকা ছাড়েননি। বিড়ালটি ফিরে পাওয়ার আশায় তাহিরপুরেই একজনের বাড়িতে অবস্থান করছেন। বিড়ালের সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করিয়েছেন।
মাইকে লিও ও জুলিয়ার কথোপকথন প্রচার করা হয়েছে, যেন তা শুনে মনিবের কণ্ঠস্বর চিনতে পারে বিড়ালটি। এ ছাড়া কেউ লিওর সন্ধান দিতে পারলে পুরস্কৃত করারও ঘোষণা দেওয়া হয়েছে।
তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন বলেন, ‘পোষা বিড়ালের প্রতি জার্মান নারীর এমন ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আমরাও বিড়ালটি খোঁজার চেষ্টা করছি।’
এ ব্যাপারে জানতে চাইলে তাহিরপুর থানার ওসি আবদুল লতিফ তরফদার বলেন, ‘জার্মান নারীর পোষা প্রাণী হারিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১৪ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
৩৮ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
১ ঘণ্টা আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
১ ঘণ্টা আগে