আইফোন চুরি দেখে ফেলায় মা-ছেলে খুন: পুলিশ

সুনামগঞ্জ প্রতিনিধি
Thumbnail image
সংবাদ সম্মেলনে কথা বলেন জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরের বাসায় আইফোন চুরি দেখে ফেলায় মা ফরিদা বেগম (৫০) ও ছেলে মিনহাজুল ইসলামকে (২০) কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ছিল মিনহাজুলেরই খালাতো ভাই।

জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে তার বয়স ১৮ বছরের নিচে হওয়ায় নাম-পরিচয় জানানো হয়নি।

পুলিশ সুপার জানান, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে গতকাল বুধবার রাতে ঢাকার সাভার থেকে এক শিশুকে আটক করে। প্রাথমিকভাবে জানা গেছে, পুলিশি হেফাজতে নেওয়া শিশু ও তার এক বন্ধু আইফোন ও টাকা চুরির পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, তারা ২৯ আগস্ট রাতে মিনহাজুলের ঘরে ঢুকে আইফোনটি চুরির চেষ্টা করে। মিনহাজুল টের পেয়ে একজনকে আটক করার চেষ্টা করলে অপরজন বটি দিয়ে কোপ মারে, ফলে মিনহাজুল সেখানেই মারা যান।

শব্দ শুনে মা ফরিদা অন্য কক্ষ থেকে বের হলে তাঁকেও কুপিয়ে হত্যা করা হয়। পরে দুজন বাসার পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। পুলিশ অপর আসামিকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত