Ajker Patrika

ধর্মপাশায় শিক্ষককে বহিষ্কারের দাবিতে মানববন্ধন

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
ধর্মপাশায় শিক্ষককে বহিষ্কারের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের গণিতের সহকারী শিক্ষক জিএম হায়দারকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে বিদ্যালয় সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

জানা যায়, সম্প্রতি জিএম হায়দারের আপত্তিকর ভিডিও প্রকাশ ও তাঁর বিরুদ্ধে দীর্ঘ বছর ধরে পাঠদানের সময় শিক্ষার্থীদের সঙ্গে অপ্রাসঙ্গিক কথা বলা, বিকৃত বাচনভঙ্গিতে কুরুচিপূর্ণ উদাহরণ দেওয়া, কখনো ছাত্রছাত্রীদের নিয়ে আবার কখনো ছাত্রীদের উদ্দেশ্য করে অশালীন বাক্য প্রয়োগ করার অভিযোগ তুলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন। 

ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার দেড় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে সাবেক শিক্ষার্থী প্রসুনজিৎ বিশ্বাস পলাশ বলেন, যদি কোনো শিক্ষক নৈতিকতা হারায় তাহলে তিনি আর শিক্ষক থাকেন না। এই শিক্ষকের কাছে কোনো শিক্ষার্থী নিরাপদ নয়। তাই তাঁকে দ্রুত বহিষ্কারের দাবি জানাচ্ছি। 

অভিযুক্ত শিক্ষক জিএম হায়দার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলে, ভিডিওতে থাকা ব্যক্তি আমি নই। ভিডিওটি হয়তো এডিট করা হয়েছে। 

এ বিষয়ে একেএম ওহিদুল ইসলাম কবির তাঁর বক্তব্যে বলেন, জিএম হায়দার আমার সঙ্গে কলেজে পড়েছে। কলেজজীবনে যে রকম করেছিল আজকে ৩৫ বছর পর সেই ঘটনাগুলো দেখতে পাচ্ছি। ছাত্রীর ওড়না ধরে যদি কোনো শিক্ষক টান দেয় তাহলে তিনি কতটুকু ঘৃণিত কাজ করেছেন তা বোঝা যায়। ম্যানেজিং কমিটির লোকজন ওই ঘটনায় রেজুলেশন করে তাঁকে মাফ করে দিয়েছিলেন। পশুর ন্যায় একজন ব্যক্তি শিক্ষকতা করতে পারেন না। 

মানববন্ধনে সাবেক শিক্ষার্থী আবু সাদাত তিতাসের সভাপতিত্বে ও মেহেদী হাসান বাবরের পরিচালনায় বক্তব্য দেন-বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য একেএম ওহিদুল ইসলাম কবির, সাবেক ইউপি সদস্য আলী উসমান, সাবেক শিক্ষার্থী কাজী মিজানুল হক ইমন, প্রসুনজিৎ বিশ্বাস পলাশ, হাসান আহমেদ কামরান, রাসেল আহমেদ, হাবিবুল্লাহ, পাভেল আহমেদ কিরণ, মমিন আহমেদ রাজ, ১০ শ্রেণির শিক্ষার্থী সালাউদ্দিন সাগর প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত