বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় গত ২১ দিন ধরে মোহাম্মদ আলী (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ২০ নভেম্বর থেকে সে নিখোঁজ রয়েছে। স্বজনেরা বিভিন্ন স্থানে খুঁজে তাকে পাচ্ছেন না। এতে তারা চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাঁরা।
এ ঘটনায় ওই কিশোরের ভাই মো. ফারুক গত ২৪ নভেম্বর বড়লেখা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আলী দক্ষিণভাগ দক্ষিণ ইউপির কাশেমনগর গ্রামের আনছার আলীর ছেলে। সে কাশেমনগর স্থানীয় একটি কওমী মাদ্রাসায় পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে।
জিডিতে উল্লেখ করা হয়, গত ২০ নভেম্বর সকাল ১০টা থেকে মোহাম্মদ আলী নিখোঁজ হয়। সে বাড়ি থেকে বের হওয়ার সময় পরিবারের কাউকে কিছু বলেনি। তার পরিবারের সদস্যরা বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পাননি।
আলীর গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, তার পরনে ছিল নীল রঙের জিনসের প্যান্ট ও গায়ে সাদা-কালো রঙের জ্যাকেট জিডিতে উল্লেখ করা হয়েছে।
নিখোঁজ আলীর ভাই মো. ফারুক বলেন, আমরা ভাই কওমী মাদ্রাসায় পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। মাসখানেক আগে লেখা-পরা বাদ দিয়েছে। সব সময় বাড়িতে থাকত সে। বাড়ি থেকে যাওয়ার সময় কাউকে কিছু বলেনি। কারও সঙ্গে তার কোনো বিরোধ নেই। অনেক জায়গায় খুঁজেছি। কিন্তু তাকে পাচ্ছি না।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার বলেন, নিখোঁজের বিষয়ে আমরা বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছি। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।
মৌলভীবাজারের বড়লেখায় গত ২১ দিন ধরে মোহাম্মদ আলী (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ২০ নভেম্বর থেকে সে নিখোঁজ রয়েছে। স্বজনেরা বিভিন্ন স্থানে খুঁজে তাকে পাচ্ছেন না। এতে তারা চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাঁরা।
এ ঘটনায় ওই কিশোরের ভাই মো. ফারুক গত ২৪ নভেম্বর বড়লেখা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আলী দক্ষিণভাগ দক্ষিণ ইউপির কাশেমনগর গ্রামের আনছার আলীর ছেলে। সে কাশেমনগর স্থানীয় একটি কওমী মাদ্রাসায় পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে।
জিডিতে উল্লেখ করা হয়, গত ২০ নভেম্বর সকাল ১০টা থেকে মোহাম্মদ আলী নিখোঁজ হয়। সে বাড়ি থেকে বের হওয়ার সময় পরিবারের কাউকে কিছু বলেনি। তার পরিবারের সদস্যরা বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পাননি।
আলীর গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, তার পরনে ছিল নীল রঙের জিনসের প্যান্ট ও গায়ে সাদা-কালো রঙের জ্যাকেট জিডিতে উল্লেখ করা হয়েছে।
নিখোঁজ আলীর ভাই মো. ফারুক বলেন, আমরা ভাই কওমী মাদ্রাসায় পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। মাসখানেক আগে লেখা-পরা বাদ দিয়েছে। সব সময় বাড়িতে থাকত সে। বাড়ি থেকে যাওয়ার সময় কাউকে কিছু বলেনি। কারও সঙ্গে তার কোনো বিরোধ নেই। অনেক জায়গায় খুঁজেছি। কিন্তু তাকে পাচ্ছি না।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার বলেন, নিখোঁজের বিষয়ে আমরা বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছি। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।
বাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
২৯ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
১ ঘণ্টা আগে