ছাত্র-জনতার ওপর অবৈধ ক্ষমতা প্রয়োগ, সুনামগঞ্জ সদর থানার ওসি ক্লোজড

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৯: ৪১
Thumbnail image

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরীকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন জেলা গোয়েন্দা শাখার ওসি মো. আব্দুল আহাদ। আজ মঙ্গলবার এক অফিস আদেশে এই বিষয়টি জানানো হয়। একই চিঠিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আমিনুল ইসলামকে জেলা গোয়েন্দা শাখার ওসির দায়িত্ব দেওয়া হয়।

আজ মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপার এম এন মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর অফিস আদেশে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সুনামগঞ্জ সদর থানার ওসি মো. খালেদ চৌধুরীকে পুলিশ লাইনসে সংযুক্ত করার কথা উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, সরকার পতনের দুদিন পর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিএনপি, জামায়াত, জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিসের নেতারা সুনামগঞ্জ সদর থানার ওসি মো. খালেদ চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাসের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর অন্যায়ভাবে ক্ষমতা প্রয়োগের অভিযোগ এনেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত