কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
জামিনে মুক্তি পাওয়া মৌলভীবাজারের বড়লেখা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদিরকে (৫৫) আরেক মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে বড়লেখা পৌরসভায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত শনিবার দুপুরে আব্দুল কাদিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। তিনি উপজেলার তালিমপুর গ্রামের বাসিন্দা।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম।
পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলায় আব্দুল কাদিরকে সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়। পরে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৮ ডিসেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য রয়েছে।
এর আগে ৫ সেপ্টেম্বর রাতে যৌথ বাহিনী আব্দুল কাদিরকে তাঁর বাড়ি থেকে আটক করে। তাঁকে আটকের পর ছেলে মাহি হাসান নিলয় অভিযোগ তুলেছিলেন, অস্ত্র উদ্ধারের কথা বলে যৌথ বাহিনী তাঁদের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর বাবাকে আটক করে নিয়ে ব্যাপক মারধর করে। তাঁর বাবার বিরুদ্ধে কোনো মামলা নেই।
পরদিন ৬ সেপ্টেম্বর প্রায় ৯ বছর আগের বড়লেখা উপজেলা বিএনপির দলীয় কর্মসূচিতে হামলার অভিযোগের এক মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বড়লেখা পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদার এই মামলার বাদী।
তিন দিন কারাভোগের পর ৮ সেপ্টেম্বর বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যুবলীগ নেতা আব্দুল কাদিরের পক্ষে তাঁর আইনজীবীরা জামিন আবেদন করলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। পরে তিনি জেল থেকে মুক্তি পান।
বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আব্দুল কাদিরকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
কাদিরের ছেলে মাহি হাসান নিলয় বলেন, ‘আমার বাবা রাজনীতি থেকে দূরে প্রায় এক দশক। তিনি মাদকবিরোধী লড়াইসহ সামাজিক কাজ করতেন। মাদক কারবারিদের দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। আমাকেও হয়রানি করা হচ্ছে। ফলে আমরা ব্যবসাপ্রতিষ্ঠানে পরিচালনা করতে পারছি না।’
জামিনে মুক্তি পাওয়া মৌলভীবাজারের বড়লেখা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদিরকে (৫৫) আরেক মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে বড়লেখা পৌরসভায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত শনিবার দুপুরে আব্দুল কাদিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। তিনি উপজেলার তালিমপুর গ্রামের বাসিন্দা।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম।
পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলায় আব্দুল কাদিরকে সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়। পরে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৮ ডিসেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য রয়েছে।
এর আগে ৫ সেপ্টেম্বর রাতে যৌথ বাহিনী আব্দুল কাদিরকে তাঁর বাড়ি থেকে আটক করে। তাঁকে আটকের পর ছেলে মাহি হাসান নিলয় অভিযোগ তুলেছিলেন, অস্ত্র উদ্ধারের কথা বলে যৌথ বাহিনী তাঁদের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর বাবাকে আটক করে নিয়ে ব্যাপক মারধর করে। তাঁর বাবার বিরুদ্ধে কোনো মামলা নেই।
পরদিন ৬ সেপ্টেম্বর প্রায় ৯ বছর আগের বড়লেখা উপজেলা বিএনপির দলীয় কর্মসূচিতে হামলার অভিযোগের এক মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বড়লেখা পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদার এই মামলার বাদী।
তিন দিন কারাভোগের পর ৮ সেপ্টেম্বর বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যুবলীগ নেতা আব্দুল কাদিরের পক্ষে তাঁর আইনজীবীরা জামিন আবেদন করলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। পরে তিনি জেল থেকে মুক্তি পান।
বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আব্দুল কাদিরকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
কাদিরের ছেলে মাহি হাসান নিলয় বলেন, ‘আমার বাবা রাজনীতি থেকে দূরে প্রায় এক দশক। তিনি মাদকবিরোধী লড়াইসহ সামাজিক কাজ করতেন। মাদক কারবারিদের দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। আমাকেও হয়রানি করা হচ্ছে। ফলে আমরা ব্যবসাপ্রতিষ্ঠানে পরিচালনা করতে পারছি না।’
পাহাড়ে একাধিক সশস্ত্র সংগঠন গঠন করে দিয়ে পার্বত্য চুক্তি বাস্তবায়নে আন্দোলন থামিয়ে দেওয়ার অপচেষ্টা করা হলে ভালো ফল বয়ে আনবে না। দীর্ঘ ২৭ বছরেও পার্বত্য চট্টগ্রাম চুক্তির মৌলিক ধারাগুলোর যথাযথ বাস্তবায়ন হয়নি। ফলে পার্বত্য চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম সমস্যার যে রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধান আশা
১৩ মিনিট আগেভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং রাজধানীর উত্তরায় এসব বিক্ষোভ হয়েছে। এ ঘটনায় বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা বিক্ষোভ মিছিল
১ ঘণ্টা আগেজুলাই–আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য কামরুল ইসলামকে আগামী বুধবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে মালামাল লুটের চেষ্টার ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে বিমানবন্দরের ১ নম্বর ও ২ নম্বর টার্মিনালের সামনে গাড়ি পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে