নিজস্ব প্রতিবেদক, সিলেট
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, ‘আমরা একটা স্বাধীন দেশ। অনেক বড় বড় দেশ আমাদের কাছে অনেক কিছু বিক্রি করতে চায়। তখন আমরা দেখি আমাদের জনগণের মঙ্গল হলে কিনি। তারা জোরটোর করলে, আমরা কিনি না। সেই জন্য তারা আমাদের ওপর কিছু অসন্তুষ্ট হয়। তখন তারা বিভিন্ন রকম অজুহাত–অভিযোগ নিয়ে আসে।’
আজ বুধবার সন্ধ্যায় সিলেটে তার নিজ বাসভবনে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে প্রায় দেড়ঘন্টা বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এসব বলেন।
এ সময় তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সদস্যরা নির্বাচন নিয়ে নানা প্রশ্ন করেছে। কিন্তু কোনো মতামত ব্যক্ত করেনি তারা।
তবে বাংলাদেশে ভুয়া ভোট হবে না জানিয়ে প্রতিনিধি দলকে তিনি বলেছেন, দেশে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সরকারের শক্তিশালী কমিশন কাজ করছে। এমন নির্বাচন করবে যা দুনিয়ার সবাই দেখে শিখবে।
বিএনপির নেতা–কর্মী গ্রেপ্তারের বিষয়ে পর্যবেক্ষক দল জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের দলের কোনো নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়নি। যারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত তাদেরকেই আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে।
নির্বাচনে তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী আছে কি-না জানতে চাইলে মন্ত্রী জানান, তিনিসহ ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবাই যার যার মতো করে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা চাইলে তাঁদের (অন্য প্রার্থীদের) সঙ্গে কথা বলতে পারেন।’
বুধবার সন্ধ্যা ৬ টার দিকে পররাষ্ট্রমন্ত্রীর সিলেটের বাসায় এ মতবিনিময় সভায় অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস এক্সপার্ট রেবেকা কক্স এবং মিডিয়া অ্যান্ড স্যোশাল মিডিয়া এক্সপার্ট চার্লট্টেই সুইবেস।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রীর প্রধান নির্বাচনী কার্যালয় পরিদর্শন করে তারা। এরআগে বিএনপির সিলেট বিভাগীয় প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করে ইইউ প্রতিনিধি দল।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, ‘আমরা একটা স্বাধীন দেশ। অনেক বড় বড় দেশ আমাদের কাছে অনেক কিছু বিক্রি করতে চায়। তখন আমরা দেখি আমাদের জনগণের মঙ্গল হলে কিনি। তারা জোরটোর করলে, আমরা কিনি না। সেই জন্য তারা আমাদের ওপর কিছু অসন্তুষ্ট হয়। তখন তারা বিভিন্ন রকম অজুহাত–অভিযোগ নিয়ে আসে।’
আজ বুধবার সন্ধ্যায় সিলেটে তার নিজ বাসভবনে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে প্রায় দেড়ঘন্টা বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এসব বলেন।
এ সময় তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সদস্যরা নির্বাচন নিয়ে নানা প্রশ্ন করেছে। কিন্তু কোনো মতামত ব্যক্ত করেনি তারা।
তবে বাংলাদেশে ভুয়া ভোট হবে না জানিয়ে প্রতিনিধি দলকে তিনি বলেছেন, দেশে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সরকারের শক্তিশালী কমিশন কাজ করছে। এমন নির্বাচন করবে যা দুনিয়ার সবাই দেখে শিখবে।
বিএনপির নেতা–কর্মী গ্রেপ্তারের বিষয়ে পর্যবেক্ষক দল জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের দলের কোনো নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়নি। যারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত তাদেরকেই আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে।
নির্বাচনে তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী আছে কি-না জানতে চাইলে মন্ত্রী জানান, তিনিসহ ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবাই যার যার মতো করে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা চাইলে তাঁদের (অন্য প্রার্থীদের) সঙ্গে কথা বলতে পারেন।’
বুধবার সন্ধ্যা ৬ টার দিকে পররাষ্ট্রমন্ত্রীর সিলেটের বাসায় এ মতবিনিময় সভায় অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস এক্সপার্ট রেবেকা কক্স এবং মিডিয়া অ্যান্ড স্যোশাল মিডিয়া এক্সপার্ট চার্লট্টেই সুইবেস।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রীর প্রধান নির্বাচনী কার্যালয় পরিদর্শন করে তারা। এরআগে বিএনপির সিলেট বিভাগীয় প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করে ইইউ প্রতিনিধি দল।
মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের লোকজন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে আরেক ভাইসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টা দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খোয়াজপুরে এ সংঘর্ষ হয়...
৩ মিনিট আগেমাগুরায় শিশুটিকে নির্যাতনের ঘটনা নিয়ে ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে আজ শনিবার দিনভর বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। আজ শনিবার সকালে জানা গেছে...
১৭ মিনিট আগেমাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগের ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে আজ শনিবার দিনভর বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। গতকাল বিক্ষুব্ধ মানুষ থানাও ঘেরাও করতে গেলে সেনাবাহিনীর উপস্থিতিতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
২ ঘণ্টা আগেনিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ প্রশাসন। গতকাল শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করা হয়।
২ ঘণ্টা আগে