Ajker Patrika

পণ্য না কিনলে বিদেশিরা অসন্তুষ্ট হয়ে অজুহাত নিয়ে আসে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০০: ০৫
পণ্য না কিনলে বিদেশিরা অসন্তুষ্ট হয়ে অজুহাত নিয়ে আসে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, ‘আমরা একটা স্বাধীন দেশ। অনেক বড় বড় দেশ আমাদের কাছে অনেক কিছু বিক্রি করতে চায়। তখন আমরা দেখি আমাদের জনগণের মঙ্গল হলে কিনি। তারা জোরটোর করলে, আমরা কিনি না। সেই জন্য তারা আমাদের ওপর কিছু অসন্তুষ্ট হয়। তখন তারা বিভিন্ন রকম অজুহাত–অভিযোগ নিয়ে আসে।’

আজ বুধবার সন্ধ্যায় সিলেটে তার নিজ বাসভবনে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে প্রায় দেড়ঘন্টা বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এসব বলেন।  

এ সময় তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সদস্যরা নির্বাচন নিয়ে নানা প্রশ্ন করেছে। কিন্তু কোনো মতামত ব্যক্ত করেনি তারা।  

তবে বাংলাদেশে ভুয়া ভোট হবে না জানিয়ে প্রতিনিধি দলকে তিনি বলেছেন, দেশে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সরকারের শক্তিশালী কমিশন কাজ করছে। এমন নির্বাচন করবে যা দুনিয়ার সবাই দেখে শিখবে।  

বিএনপির নেতা–কর্মী গ্রেপ্তারের বিষয়ে পর্যবেক্ষক দল জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের দলের কোনো নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়নি। যারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত তাদেরকেই আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে।  

নির্বাচনে তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী আছে কি-না জানতে চাইলে মন্ত্রী জানান, তিনিসহ ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবাই যার যার মতো করে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা চাইলে তাঁদের (অন্য প্রার্থীদের) সঙ্গে কথা বলতে পারেন।’

বুধবার সন্ধ্যা ৬ টার দিকে পররাষ্ট্রমন্ত্রীর সিলেটের বাসায় এ মতবিনিময় সভায় অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস এক্সপার্ট রেবেকা কক্স এবং মিডিয়া অ্যান্ড স্যোশাল মিডিয়া এক্সপার্ট চার্লট্টেই সুইবেস।  

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রীর প্রধান নির্বাচনী কার্যালয় পরিদর্শন করে তারা। এরআগে বিএনপির সিলেট বিভাগীয় প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করে ইইউ প্রতিনিধি দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত