কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ বিয়ের এক দিন আগে কনের বাড়িতে ডাকাতি হয়েছে। আজ রোববার শেষরাত সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মিছির মিয়ার বাড়িতে এ ডাকাতি হয়।
জানা গেছে, আগামীকাল সোমবার ১৪ অক্টোবর মিছির মিয়ার ছোট মেয়ের বিয়ে। বিয়ে উপলক্ষে কেনাকাটা করা হয়েছে। বিয়ের জন্য নগদ টাকা ও স্বর্ণালংকার কিনে আনা হয়েছিল। রোববার রাতে ঘরের দরজা ভেঙে মুখোশধারী ৬ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে সবাইকে হাত-পা ও চোখমুখ বেঁধে ফেলে। পরে এক এক করে ঘরে থাকা প্রায় ৪ বড়ি স্বর্ণালংকার ও নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা নিয়ে যায়। ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় ঘরের ভেতরে থাকা লোকজন ডাকচিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাঁদের উদ্ধার করে।
ভুক্তভোগী মিছির মিয়া বলেন, ‘রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে মুখোশধারী ডাকাত দল আমাদের ঘরের কেচিগেট ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্ত্রী ও ছেলে-মেয়েসহ সবাইকে বেঁধে ফেলে। আমাকে অনেক মেরেছে। এক এক করে ঘরে থাকা আমার মেয়ে ও স্ত্রীর প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা নিয়ে গেছে। আমরা থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’
প্রতিবেশী শহীদ ও আমিন মিয়া বলেন, ‘সোমবার মিছিরের মেয়ের বিয়ে। আর আজ তার ঘরে ঢুকে ডাকাতরা সব নিয়ে গেল। এখন মানুষটা চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। সকলের সহযোগিতায় যেন বিয়েটা দিতে পারে সেই কামনা করছি।’
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘খবর শুনে দ্রুত পুলিশ পাঠিয়েছি। এখনো থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মৌলভীবাজারের কমলগঞ্জ বিয়ের এক দিন আগে কনের বাড়িতে ডাকাতি হয়েছে। আজ রোববার শেষরাত সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মিছির মিয়ার বাড়িতে এ ডাকাতি হয়।
জানা গেছে, আগামীকাল সোমবার ১৪ অক্টোবর মিছির মিয়ার ছোট মেয়ের বিয়ে। বিয়ে উপলক্ষে কেনাকাটা করা হয়েছে। বিয়ের জন্য নগদ টাকা ও স্বর্ণালংকার কিনে আনা হয়েছিল। রোববার রাতে ঘরের দরজা ভেঙে মুখোশধারী ৬ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে সবাইকে হাত-পা ও চোখমুখ বেঁধে ফেলে। পরে এক এক করে ঘরে থাকা প্রায় ৪ বড়ি স্বর্ণালংকার ও নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা নিয়ে যায়। ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় ঘরের ভেতরে থাকা লোকজন ডাকচিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাঁদের উদ্ধার করে।
ভুক্তভোগী মিছির মিয়া বলেন, ‘রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে মুখোশধারী ডাকাত দল আমাদের ঘরের কেচিগেট ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্ত্রী ও ছেলে-মেয়েসহ সবাইকে বেঁধে ফেলে। আমাকে অনেক মেরেছে। এক এক করে ঘরে থাকা আমার মেয়ে ও স্ত্রীর প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা নিয়ে গেছে। আমরা থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’
প্রতিবেশী শহীদ ও আমিন মিয়া বলেন, ‘সোমবার মিছিরের মেয়ের বিয়ে। আর আজ তার ঘরে ঢুকে ডাকাতরা সব নিয়ে গেল। এখন মানুষটা চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। সকলের সহযোগিতায় যেন বিয়েটা দিতে পারে সেই কামনা করছি।’
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘খবর শুনে দ্রুত পুলিশ পাঠিয়েছি। এখনো থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বরগুনার বেতাগীতে এবার মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে সচেতন করতে মাইকিং করেছে বিএনপি। আজ মঙ্গলবার পৌর শহরসহ উপজেলার সাতটি ইউনিয়নে এ প্রচার চালানো হয়। বিষয়টিকে ইতিবাচক বলছেন স্থানীয় বাসিন্দারা।
১৩ মিনিট আগেরাজশাহীতে দলীয় সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শাহজাহান আলী (৪৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে পবা উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতাবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল...
১৯ মিনিট আগেআনসার সদস্য ওমর ফারুক বলেন, ‘বহির্বিভাগে ডিউটির সময় দুপুরে ওই ব্যক্তিকে বড় একটি ব্যাগ কাঁধে নিয়ে বের হতে দেখে সন্দেহ হয়। পরে তাঁকে ডাক দিলে তিনি দ্রুত হাসপাতালের বাইরের দিকে যেতে থাকেন। আমিও দ্রুত গিয়ে তাঁকে ধরে ফেলি এবং ব্যাগের মধ্যে ইনজেকশনের কার্টন দেখতে পাই। পরে তাঁকে হাসপাতালের পরিচালকের কক্ষে
২২ মিনিট আগেফরিদপুরের সদরপুরে কলেজে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সদরপুর-কৃষ্ণপুর সড়কের মোল্লাবাড়ি জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। , কলেজছাত্র, মোটরসাইকেল, ফরিদপুর, সদরপুর, দুর্ঘটনা, অটোরিকশ
৩৯ মিনিট আগে