Ajker Patrika

পররাষ্ট্রমন্ত্রীর আয় কমলেও বেড়েছে অস্থাবর-স্থাবর সম্পদ, স্ত্রীর অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
পররাষ্ট্রমন্ত্রীর আয় কমলেও বেড়েছে অস্থাবর-স্থাবর সম্পদ, স্ত্রীর অপরিবর্তিত

সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বার্ষিক আয় কমেছে ৯ লাখ ৭০ হাজার ১৯৫ টাকা। তবে অস্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে ১ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৫০৬ টাকার। তাঁর স্থাবর সম্পদও বেড়েছে ৩৭ লাখ ২৫ হাজার ৮৮৫ টাকার। ৫ বছর আগে তাঁর স্ত্রী সেলিনা মোমেনের নামে আগে ৮ লাখ টাকার অস্থাবর সম্পদ ছিল, এখনো ততটুকুই আছে।

স্নাতকোত্তর পাস মোমেনের বিরুদ্ধে কোনো মামলা নেই। এবার হলফনামায় পেশা হিসেবে দেখিয়েছেন ‘রাজনীতি ও অন্যান্য’। ২০১৮ সালে তাঁর পেশা ছিল ‘শিক্ষকতা ও অন্যান্য’। আয়ের উৎস বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া বাবদ ৩ লাখ ৯৮ হাজার ৪২৪ টাকা দেখিয়েছেন। পেশা থেকে বছরে আয় ১২ লাখ ৬০ হাজার টাকা, ব্যাংকের মুনাফা বাবদ ৯ লাখ ৬০ হাজার ৫৫২ টাকা আয়।

অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৩৪ লাখ ২৩ হাজার ২৪১ টাকা আছে যা ২০১৮ সালে ১ কোটি ৭ লাখ ৯৩ হাজার ৭১০ টাকা ও বৈদেশিক মুদ্রা ছিল ১ হাজার ৯৪৬ ইউএস ডলার, আর্থিক প্রতিষ্ঠানে নিজ নামে জমা ৩ কোটি ৯৬ লাখ ১০ হাজার ৬৯৫ টাকা যা গতবার ছিল ১ কোটি ৯ লাখ ৭৭ হাজার ৩৮৮ টাকা, শেয়ার ৮ লাখ টাকা যা আগে ছিল ১০ লাখ টাকার, সঞ্চয়পত্রে বিনিয়োগ ১০ লাখ টাকা ও যানবাহন দেখিয়েছেন ২০ লাখ টাকা এবং ইলেকট্রনিক সামগ্রী ৫ লাখ যেগুলো অপরিবর্তিত, অন্য আয় ৫ লাখ ৭৭ হাজার ৯১ টাকা দেখিয়েছেন যা আগেরবার ছিল ২২ লাখ ৮৫ হাজার ৪২৩ টাকা। স্বর্ণালংকার স্ত্রীর নামে ৫ লাখ টাকা, আসবাবপত্র ৩ লাখ টাকার উল্লেখ করেছেন যা অপরিবর্তিত।

স্থাবর সম্পদের মধ্যে অকৃষি জমি অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ২২ লাখ ৫০ হাজার টাকা, দালান-কোঠা অর্জনকালীন মূল্য ১৯ লাখ ৭৫ হাজার ৮৮৫ টাকা, বাড়ি/অ্যাপার্টমেন্টের অর্জনকালীন দাম ৪ কোটি ১৯ লাখ ৩১ হাজার ৮২৫ টাকা যা আগেরবার ৩ কোটি ৮২ লাখ ৬ হাজার টাকার।

ব্যাংকে দায়দেনা নেই তাঁর। আর গত ৫ বছরে নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে দেখিয়েছেন ঢাকা-সিলেট ৬ লেন রাস্তার কাজ চলমান, সিলেট-কুমারগাঁও ও বাধাঘাট-এয়ারপোর্ট ৪ লেন রাস্তার কাজ চলমান, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কাজ প্রায় শেষের পথে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত