Ajker Patrika

সিলেটে ইসলামী ঐক্যজোটের নির্বাচন বর্জনের হুমকি 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ২২: ১৬
সিলেটে ইসলামী ঐক্যজোটের নির্বাচন বর্জনের হুমকি 

সিলেটে জাতীয় নির্বাচনে মিনার প্রতীকের প্রচারে নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বাধা দেওয়া ও হুমকি-ধমকির অভিযোগ উঠেছে। এমন অভিযোগে সিলেট বিভাগের ৯টি আসনে নির্বাচন বর্জনের হুমকি দিয়েছেন ইসলামী ঐক্যজোটের বিভাগীয় সমন্বয়কারী, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী। 

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানা যায়। 

আছলাম হোছাইন রহমানী বলেন, ‘আমরা যখন মিনার প্রতীকের মিছিল বের করি, তখন বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা মিছিলের মধ্যে প্রবেশ করে নৌকা-নৌকা বলে স্লোগান দেন। আমাদের উঠান বৈঠক বা পথসভা চলাকালেও নৌকার প্রচারের গাড়ি আমাদের সভার সমানে দাঁড়িয়ে তাঁদের প্রচার চালায়। আমরা বাধা দিলেও তাঁরা শোনেন না।’ 

আছলাম হোছাইন রহমানী আরও বলেন, ‘আমাদের নির্বিঘ্নে প্রচারের সুযোগ দেওয়া না হলে আমি যেকোনো মুহূর্তে আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেব। পরিস্থিতির উন্নতি না ঘটলে আনুষ্ঠানিকভাবে পুরো বিভাগে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

ধর্ষণবিরোধী বিক্ষোভে হাতাহাতি: ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা মির্জা ফখরুলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত