দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিদ্যালয়ে যাওয়ার পথে নৌকা ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতেরা আপন ভাই-বোন। আজ বুধবার সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গোজাউড়া হাওরে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মৃতরা হলো, সমুজ আলী স্কুল এন্ড কলেজের ছাত্রী তামান্না আক্তার (১৫) ও টিলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সৌরভ হাসান (১১)। উভয়েই উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামের ময়না মিয়ার সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা ইউনিয়নের রাজনগর গ্রাম থেকে ডিঙ্গী নৌকা দিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে গোজাউড়া হাওরে এসে ঝড়ের কবলে পড়ে। এ সময় নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে। এর মধ্যে সৌরভ হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় নিখোঁজ হয় তামান্না। অনেক খোঁজাখুঁজির পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নৌকায় থাকা এসএসসি পরীক্ষার্থী সাইফুল (১৫) ও রুমি আক্তার (১৬) সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াংকা বলেন, নৌকা ডুবে নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে তাৎক্ষণিকভাবে সরকারি অনুদান হিসেবে নগদ ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিদ্যালয়ে যাওয়ার পথে নৌকা ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতেরা আপন ভাই-বোন। আজ বুধবার সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গোজাউড়া হাওরে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মৃতরা হলো, সমুজ আলী স্কুল এন্ড কলেজের ছাত্রী তামান্না আক্তার (১৫) ও টিলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সৌরভ হাসান (১১)। উভয়েই উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামের ময়না মিয়ার সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা ইউনিয়নের রাজনগর গ্রাম থেকে ডিঙ্গী নৌকা দিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে গোজাউড়া হাওরে এসে ঝড়ের কবলে পড়ে। এ সময় নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে। এর মধ্যে সৌরভ হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় নিখোঁজ হয় তামান্না। অনেক খোঁজাখুঁজির পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নৌকায় থাকা এসএসসি পরীক্ষার্থী সাইফুল (১৫) ও রুমি আক্তার (১৬) সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াংকা বলেন, নৌকা ডুবে নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে তাৎক্ষণিকভাবে সরকারি অনুদান হিসেবে নগদ ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
১০ মিনিট আগেনুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
৩৫ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগে