Ajker Patrika

ঢলের পানিতে বাড়ছে নদীর পানি, আশ্রয়কেন্দ্রে ১২ ঘরের মানুষ

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২২, ১৫: ৫৩
ঢলের পানিতে বাড়ছে নদীর পানি, আশ্রয়কেন্দ্রে ১২ ঘরের মানুষ

ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পাহাড়ি ঢলের কারণে জেলার তাহিরপুর বিশ্বম্ভরপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামের কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। 

আজ শনিবার পানি উন্নয়ন বোর্ডের সূত্রমতে, ভারতের মেঘালয়ে গত ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জে ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী তিন দিন পানি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। 

অন্যদিকে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে রাস্তা ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে এবং ১২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। দুপুরে ক্ষতিগ্রস্তদের উপজেলার ভাদেরটের সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এ সময় উপজেলার প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত