উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে শাবিপ্রবির ২৪ শিক্ষার্থী

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৬: ৪৭
Thumbnail image

বেঁধে দেওয়া সময়ের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য পদত্যাগ না করায় আমরণ অনশনে বসেছেন আন্দোলনরত ২৪ জন শিক্ষার্থী। আজ বুধবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে স্বেচ্ছায় অনশন শুরু করেন তাঁরা। অনশনকারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৯ জন ও ছাত্র ১৫ জন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে পদত্যাগের জন্য বুধবার বেলা ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল শিক্ষার্থীরা। 

বুধবার দুপুর সোয়া ১টার দিকে অনশনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াছির সরকার বলেন, ‘আমরা যারা আমরণ অনশনে বসছি তারা সজ্ঞানে এবং স্বেচ্ছায় এ কর্মসূচি পালন করতে যাচ্ছি। আমাদের এই আন্দোলনের একটিই বক্তব্য, একটিই দাবি; সেটি হলো উপাচার্যের পদত্যাগ। এ উপাচার্যের পদত্যাগের দাবিতে যদি কোনো শিক্ষার্থীকে মৃত্যুবরণ করতেই হয় তাহলে আমরা মরতেও রাজি আছি।’ 

তিনি আরও বলেন, ‘শিক্ষকদের কাছে এ মুহূর্তে একটাই দাবি। তারা আমাদের দাবির সঙ্গে একমত কিনা সেটি বলতে চাইলে তাঁরা আসতে পারেন। কিন্তু আমাদের আশ্বস্ত করার নামে সময় নষ্ট করতে আসলে আমরা তাদের কথা শুনতে রাজি নই।’ 

শিক্ষকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ কর্মসূচি নিয়ে তিনি বলেন, ‘আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কী মন্তব্য করেছে তার দায় আমরা নেব না।’ 

অনশনে বসা শিক্ষার্থীদের একজন জাহিদুল ইসলাম অপূর্ব। তিনি বলেন, ‘উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমরা আমরণ অনশন চালিয়ে যাব।’ 

এর আগে শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

এদিকে মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সংবাদ সম্মেলন করে আমরণ অনশন করার কথা ঘোষণা করেছিলেন। 

সংবাদ সম্মেলনে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাইমিনুল বাশার বলেছিলেন, বুধবার দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করব। এ সময়ের মধ্যে উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অনশন চলবে বলেও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত