দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে গাঘলা ডহর নামে একটি সংরক্ষিত জলমহালে দুর্বৃত্তরা বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে জলমহালের ইজারাদার জাহেদ চৌধুরী বাদী হয়ে লিপন হাসান চৌধুরী গংদের আসামি করে দিরাই থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাড়ল গ্রামের ইস্কান্দার মিয়া চৌধুরীর ছেলে দিরাই উপজেলা যুবদলের নেতা লিপন হাসান চৌধুরী গংরা জলমহালে ঢুকে বিষ প্রয়োগ করেছেন। বিষ প্রয়োগের কিছুক্ষণ পর জলমহালে বিভিন্ন ধরনের মাছ মরে ভেসে উঠতে থাকে। এতে ২০ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে।
জলমহালে নিয়োজিত পাহারাদার সাহেদ চৌধুরী বলেন, `প্রতিদিনের মতো আমি জলমহালে দায়িত্বে ছিলাম। ঘটনার সময় তাড়ল গ্রামের ইস্কান্দার মিয়া চৌধুরীর ছেলে লিপন হাসান চৌধুরী ও তাঁর ছোট ভাই বেলাল হাসান চৌধুরীকে নৌকা নিয়ে জলমহালে ঢুকতে দেখি। এ সময় তারা কিছু একটা ছিটাচ্ছে দেখে কী করছে জানতে চাই। তারা কোনো উত্তর না দিয়ে ইঞ্জিন চালিয়ে চলে যাই।
মামলার বাদী জাহেদ চৌধুরী বলেন, `ঘটনাস্থলে আমিও উপস্থিত ছিলাম। লিপন হাসান চৌধুরী গংরা আমার ইজারাকৃত জলমহালে পরিকল্পিতভাবে বিষ দিয়েছেন। কারণ পার্শ্ববর্তী কালনী নদীর শয়তানখালী খণ্ডটি তাঁরা ইজারা নিয়েছেন। আমরা তাঁদের চিনতে পেরেছি। এ ঘটনায় আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।'
দিরাই থানার ওসি আজিজুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
সুনামগঞ্জের দিরাইয়ে গাঘলা ডহর নামে একটি সংরক্ষিত জলমহালে দুর্বৃত্তরা বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে জলমহালের ইজারাদার জাহেদ চৌধুরী বাদী হয়ে লিপন হাসান চৌধুরী গংদের আসামি করে দিরাই থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাড়ল গ্রামের ইস্কান্দার মিয়া চৌধুরীর ছেলে দিরাই উপজেলা যুবদলের নেতা লিপন হাসান চৌধুরী গংরা জলমহালে ঢুকে বিষ প্রয়োগ করেছেন। বিষ প্রয়োগের কিছুক্ষণ পর জলমহালে বিভিন্ন ধরনের মাছ মরে ভেসে উঠতে থাকে। এতে ২০ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে।
জলমহালে নিয়োজিত পাহারাদার সাহেদ চৌধুরী বলেন, `প্রতিদিনের মতো আমি জলমহালে দায়িত্বে ছিলাম। ঘটনার সময় তাড়ল গ্রামের ইস্কান্দার মিয়া চৌধুরীর ছেলে লিপন হাসান চৌধুরী ও তাঁর ছোট ভাই বেলাল হাসান চৌধুরীকে নৌকা নিয়ে জলমহালে ঢুকতে দেখি। এ সময় তারা কিছু একটা ছিটাচ্ছে দেখে কী করছে জানতে চাই। তারা কোনো উত্তর না দিয়ে ইঞ্জিন চালিয়ে চলে যাই।
মামলার বাদী জাহেদ চৌধুরী বলেন, `ঘটনাস্থলে আমিও উপস্থিত ছিলাম। লিপন হাসান চৌধুরী গংরা আমার ইজারাকৃত জলমহালে পরিকল্পিতভাবে বিষ দিয়েছেন। কারণ পার্শ্ববর্তী কালনী নদীর শয়তানখালী খণ্ডটি তাঁরা ইজারা নিয়েছেন। আমরা তাঁদের চিনতে পেরেছি। এ ঘটনায় আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।'
দিরাই থানার ওসি আজিজুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
রমজান মাসের শেষ দিকে রাজধানীর যানজট আরও প্রকট হয়েছে; বিশেষ করে অফিস ছুটির পর। ব্যস্ত সড়কগুলোতে যানবাহন এক মিনিট চললে ১৫ মিনিট নিশ্চল থাকছে। ১০ মিনিটের পথ যেতে পার হচ্ছে ঘণ্টা। যানজটে আটকে অফিসফেরত দূরের যাত্রীদের অনেককে বাসার পরিবর্তে পথেই যানবাহনে ইফতার সারতে হচ্ছে। দিনে দিনে জট বাড়ছে।
৬ ঘণ্টা আগেমসলিন, জামদানি, তাঁত, বুটিক, বাটিক, ব্লক, সুতি কিংবা সিল্ক—সব ধরনের শাড়ির সম্মিলনস্থল হিসেবে বেইলি রোডের পরিচিতি অনেক দিনের। যাঁরা শাড়ি পরতে এবং কিনতে ভালোবাসেন, বেইলি রোডের শাড়ির দোকানগুলো তাঁদের কাছে বেশ প্রিয়। দেশের কারিগরদের তাঁতে বোনা হালকা শাড়ির পাশাপাশি ভারতীয় জমকালো শাড়িও মেলে এসব দোকানে।
৭ ঘণ্টা আগেপাবনার আমিনপুর থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ এম রফিক উল্লাহকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ১১ মার্চ থেকে তিনি কারাগারে।
৭ ঘণ্টা আগেবরিশালের ৮টি বালুমহাল বাগিয়ে নিতে ইজারার দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ছাড়া বিভাগীয় কমিশনার কার্যালয়ের বাইরে থেকে একজনকে উঠিয়ে নিয়ে যায় তারা।
৮ ঘণ্টা আগে