দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে গাঘলা ডহর নামে একটি সংরক্ষিত জলমহালে দুর্বৃত্তরা বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে জলমহালের ইজারাদার জাহেদ চৌধুরী বাদী হয়ে লিপন হাসান চৌধুরী গংদের আসামি করে দিরাই থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাড়ল গ্রামের ইস্কান্দার মিয়া চৌধুরীর ছেলে দিরাই উপজেলা যুবদলের নেতা লিপন হাসান চৌধুরী গংরা জলমহালে ঢুকে বিষ প্রয়োগ করেছেন। বিষ প্রয়োগের কিছুক্ষণ পর জলমহালে বিভিন্ন ধরনের মাছ মরে ভেসে উঠতে থাকে। এতে ২০ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে।
জলমহালে নিয়োজিত পাহারাদার সাহেদ চৌধুরী বলেন, `প্রতিদিনের মতো আমি জলমহালে দায়িত্বে ছিলাম। ঘটনার সময় তাড়ল গ্রামের ইস্কান্দার মিয়া চৌধুরীর ছেলে লিপন হাসান চৌধুরী ও তাঁর ছোট ভাই বেলাল হাসান চৌধুরীকে নৌকা নিয়ে জলমহালে ঢুকতে দেখি। এ সময় তারা কিছু একটা ছিটাচ্ছে দেখে কী করছে জানতে চাই। তারা কোনো উত্তর না দিয়ে ইঞ্জিন চালিয়ে চলে যাই।
মামলার বাদী জাহেদ চৌধুরী বলেন, `ঘটনাস্থলে আমিও উপস্থিত ছিলাম। লিপন হাসান চৌধুরী গংরা আমার ইজারাকৃত জলমহালে পরিকল্পিতভাবে বিষ দিয়েছেন। কারণ পার্শ্ববর্তী কালনী নদীর শয়তানখালী খণ্ডটি তাঁরা ইজারা নিয়েছেন। আমরা তাঁদের চিনতে পেরেছি। এ ঘটনায় আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।'
দিরাই থানার ওসি আজিজুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
সুনামগঞ্জের দিরাইয়ে গাঘলা ডহর নামে একটি সংরক্ষিত জলমহালে দুর্বৃত্তরা বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে জলমহালের ইজারাদার জাহেদ চৌধুরী বাদী হয়ে লিপন হাসান চৌধুরী গংদের আসামি করে দিরাই থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাড়ল গ্রামের ইস্কান্দার মিয়া চৌধুরীর ছেলে দিরাই উপজেলা যুবদলের নেতা লিপন হাসান চৌধুরী গংরা জলমহালে ঢুকে বিষ প্রয়োগ করেছেন। বিষ প্রয়োগের কিছুক্ষণ পর জলমহালে বিভিন্ন ধরনের মাছ মরে ভেসে উঠতে থাকে। এতে ২০ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে।
জলমহালে নিয়োজিত পাহারাদার সাহেদ চৌধুরী বলেন, `প্রতিদিনের মতো আমি জলমহালে দায়িত্বে ছিলাম। ঘটনার সময় তাড়ল গ্রামের ইস্কান্দার মিয়া চৌধুরীর ছেলে লিপন হাসান চৌধুরী ও তাঁর ছোট ভাই বেলাল হাসান চৌধুরীকে নৌকা নিয়ে জলমহালে ঢুকতে দেখি। এ সময় তারা কিছু একটা ছিটাচ্ছে দেখে কী করছে জানতে চাই। তারা কোনো উত্তর না দিয়ে ইঞ্জিন চালিয়ে চলে যাই।
মামলার বাদী জাহেদ চৌধুরী বলেন, `ঘটনাস্থলে আমিও উপস্থিত ছিলাম। লিপন হাসান চৌধুরী গংরা আমার ইজারাকৃত জলমহালে পরিকল্পিতভাবে বিষ দিয়েছেন। কারণ পার্শ্ববর্তী কালনী নদীর শয়তানখালী খণ্ডটি তাঁরা ইজারা নিয়েছেন। আমরা তাঁদের চিনতে পেরেছি। এ ঘটনায় আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।'
দিরাই থানার ওসি আজিজুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
বাসার সামনে খাটিয়া। তাতে রাখা নিজ সন্তানের লাশ। নির্বাক তাকিয়ে মা নাইমুন নাহার। হয়তো তখনো কল্পনা করতে পারেনি তার ছেলে নিথর। পুরো বাড়িতে কান্নার রোল। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা-মাসহ স্বজনেরা।
৩৩ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জলকে নির্যাতনের ঘটনায় রিজভী আহমেদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে
১ ঘণ্টা আগেতাঁর প্রস্তাব অনুযায়ী গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বাজারদর বোর্ডে তুলে ধরতে হবে। যা নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ের দামের ওপর। কোনো বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না। এটি বাস্তবায়ন করা গেলে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে আজ রোববার বিকেলে উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে