ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ঘাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবিতা রাণী সরকার ছুটি ছাড়া দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তিনি ওই বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিভিন্ন অজুহাতে পাঠদানে অংশগ্রহণ করেননি। ফলে তাঁকে বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী চেনেনা। তবুও ওই শিক্ষিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ অভিভাবকদের।
প্রাথমিক শিক্ষা অফিস ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের কবিতা রাণী সরকার ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি এ বিদ্যালয়ে যোগদান করেন। সে বছরের ১ থেকে ১৪ এপ্রিল, ১৫ থেকে ৩০ জুন, ১ থেকে ৩০ সেপ্টেম্বর অসুস্থতাজনিত ছুটি নেন এবং ১১ থেকে ২৪ ডিসেম্বর বিনা-অনুমতিতে অনুপস্থিত ছিলেন। তিনি ২০২০ সালের ১ থেকে ১৮ মার্চ পর্যন্ত আবার বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১১ মার্চ পর্যন্ত তিনি মাতৃত্বকালীন ছুটি ভোগ করেন। এ ছুটির পর ১২ মার্চ তিনি বিদ্যালয়ে যোগদান করে ১৩ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক মাসের জন্য অসুস্থতাজনিত ছুটির জন্য আবেদন করেন। এ ছুটি শেষ হতে না হতেই ১৪ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত দুই মাসের জন্য অসুস্থতাজনিত ছুটির আবেদন করেন ওই শিক্ষক।
বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক লিটন সরকার বলেন, ‘কবিতা ম্যাডাম যদি বিদ্যালয়ে না আসেন তাহলে একজন অভিভাবক হিসেবে আমি তাঁর অপসারণ চাই। আমরা চাই তিনি এখান থেকে চলে যাক এবং শিক্ষা ব্যবস্থাটা ভালো রাখুক।’
অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক কবিতা রাণী সরকার বলেন, ‘আমি মাতৃত্বকালীন ছুটির পর এক মাসের ছুটি নিয়েছি। এরপর দুই মাসের ছুটির জন্য আবেদনপত্র বিদ্যালয় ও অফিসে পাঠিয়েছি। আমাকে শোকজ করা হয়েছে আমি শোকজের জবাব পাঠাব।’ বর্তমানে তিনি স্বামীর সঙ্গে ময়মনসিংহ শহরে অবস্থান করছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিষ চন্দ্র সরকার বলেন, ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। তিনি বলেছেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুরঞ্জিত দেবনাথ বলেন, ‘একজন শিক্ষক বিদ্যালয়ে আসবে না অথচ বেতন নেবে এটার পক্ষে আমি না। ওই শিক্ষকের ব্যাপারে কমিটির সবাইকে নিয়ে দ্রুত সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, ‘ইতিমধ্যে ওই শিক্ষককে দুইবার শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ঘাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবিতা রাণী সরকার ছুটি ছাড়া দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তিনি ওই বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিভিন্ন অজুহাতে পাঠদানে অংশগ্রহণ করেননি। ফলে তাঁকে বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী চেনেনা। তবুও ওই শিক্ষিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ অভিভাবকদের।
প্রাথমিক শিক্ষা অফিস ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের কবিতা রাণী সরকার ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি এ বিদ্যালয়ে যোগদান করেন। সে বছরের ১ থেকে ১৪ এপ্রিল, ১৫ থেকে ৩০ জুন, ১ থেকে ৩০ সেপ্টেম্বর অসুস্থতাজনিত ছুটি নেন এবং ১১ থেকে ২৪ ডিসেম্বর বিনা-অনুমতিতে অনুপস্থিত ছিলেন। তিনি ২০২০ সালের ১ থেকে ১৮ মার্চ পর্যন্ত আবার বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১১ মার্চ পর্যন্ত তিনি মাতৃত্বকালীন ছুটি ভোগ করেন। এ ছুটির পর ১২ মার্চ তিনি বিদ্যালয়ে যোগদান করে ১৩ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক মাসের জন্য অসুস্থতাজনিত ছুটির জন্য আবেদন করেন। এ ছুটি শেষ হতে না হতেই ১৪ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত দুই মাসের জন্য অসুস্থতাজনিত ছুটির আবেদন করেন ওই শিক্ষক।
বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক লিটন সরকার বলেন, ‘কবিতা ম্যাডাম যদি বিদ্যালয়ে না আসেন তাহলে একজন অভিভাবক হিসেবে আমি তাঁর অপসারণ চাই। আমরা চাই তিনি এখান থেকে চলে যাক এবং শিক্ষা ব্যবস্থাটা ভালো রাখুক।’
অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক কবিতা রাণী সরকার বলেন, ‘আমি মাতৃত্বকালীন ছুটির পর এক মাসের ছুটি নিয়েছি। এরপর দুই মাসের ছুটির জন্য আবেদনপত্র বিদ্যালয় ও অফিসে পাঠিয়েছি। আমাকে শোকজ করা হয়েছে আমি শোকজের জবাব পাঠাব।’ বর্তমানে তিনি স্বামীর সঙ্গে ময়মনসিংহ শহরে অবস্থান করছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিষ চন্দ্র সরকার বলেন, ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। তিনি বলেছেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুরঞ্জিত দেবনাথ বলেন, ‘একজন শিক্ষক বিদ্যালয়ে আসবে না অথচ বেতন নেবে এটার পক্ষে আমি না। ওই শিক্ষকের ব্যাপারে কমিটির সবাইকে নিয়ে দ্রুত সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, ‘ইতিমধ্যে ওই শিক্ষককে দুইবার শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
৬ ঘণ্টা আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
৬ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি কথিত মাজারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেয়। গত সোমবার রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ স্থানীয় তৌহিদি জনতা লাঠি মিছিল নিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত...
৬ ঘণ্টা আগেরাজধানীর দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় ‘নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামের একটি গার্মেন্টস ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় গার্মেন্টসটির ভেতরে থাকা ৫-৬টি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
৬ ঘণ্টা আগে