প্রাইভেট কারচাপায় চা-শ্রমিক নিহত, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ২১: ৫৬
Thumbnail image

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দ্রুতগামী একটি প্রাইভেট কারের চাপায় এক নারী চা-শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে কানিহাটি চা-বাগানে শ্রমিকেরা শমসেরনগর-চাতলাপুর সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে শমসেরনগর-চাতলাপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা ৪০ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ নারী-পুরুষ চা-শ্রমিকেরা। এর আগে, আজ বিকেল ৫টার দিকে উপজেলার চাতলাপুর সড়কের ক্যামেলিয়া হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত কুঞ্জ বালা মৃধা (৪৫) বাগানের অফিস লাইনের বাসিন্দা। 

সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকাচা ছাত্র-যুবক পরিষদ কানিহাটি চা-বাগানের সাধারণ সম্পাদক সৌরভ বীন জানান, কানিহাটি চা-বাগানের নিয়মিত শ্রমিক কুঞ্জ বালা। তিনি সেকশনে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। বিকেল ৫টার দিকে ক্যামেলিয়া হাসপাতালের সামনের পাকা রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে বাগানের ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। ছবি: আজকের পত্রিকাবিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, রাস্তা অবরোধের খবর জানার পর পুলিশ ঘটনাস্থলে আছে। রাস্তা অবরোধ করে চা-শ্রমিক এখন কিছু দাবি তুলছেন। তাঁদের দাবি কী সেটা এখনো জানা যায়নি। 

তিনি আরও বলেন, গাড়ির চালক পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত