আল্লাহ আমাদের রিজিক নিয়েও ফিরিয়ে দিয়েছেন: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২২, ১৪: ১৭
আপডেট : ০৩ মে ২০২২, ১৫: ০৯

‘আমরা সকলে খুব খুশি এই ঈদে। আল্লাহ আমাদের রিজিক নিয়েও ফিরিয়ে দিয়েছেন। আমরা হাওরে ধান তুলতে পেরেছি বড় ঝুঁকির মধ্যেও। আমরা কাজ করব সবার জন্য।’

আজ মঙ্গলবার সকাল ৮টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাঁকে সবাই ক্ষমা করবেন এবং সবাই তাঁকে গ্রহণ করে নেবেন। আঞ্চলিকতা বাদ দিয়ে একতাবদ্ধ থাকতে হবে এবং গ্রামের দিকে বেশি নজর দিতে হবে। বড় বড় প্রকল্প যেগুলো আমরা বাস্তবায়ন করছি আরও করব।’

সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন পরিকল্পনামন্ত্রীঈদ জামাতে সাধারণ মানুষের সঙ্গে নামাজ আদায় করেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিছবাহ, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত